deshBangla news tv দেশবাংলা নিউজ টিভি

এক ঝাঁক স্বপ্নচারী ও সৃজনশীল মানুষকে সাথে নিয়ে, " আগামীর পথে উন্নয়নের সাথে" এই স্লোগানে ২০১৮ থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে online news portal & tv channel, deshbanglanewstv.com । শুধুমাত্র আনুষ্ঠানিকতা দেখানোর জন্য নয়, অন্তরের অন্ত:স্থল থেকে যারা দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করেন, তাদেরকে নিয়ে দেশবাংলা নিউজ টিভি. কম এর পথ চলা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলার আপাময় জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। ৩০ লাখ প্রাণ, বহু ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। দেশের দিগন্তে উদিত হয়েছে স্বাধীনতার রক্তিম সূর্য। তবে দেশ গড়ার সংগ্রাম চলছে এখনো। আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়ে তুলতে প্রয়োজন সমাজের চিন্তা, তথ্য, মত ও আলোচনা-সমালোচনার অবাধ প্রবাহ। প্রয়োজন নীতিভিত্তিক, জবাবদিহিমূলক ও সর্বোচ্চ মানের পেশাদারি সাংবাদিকতা। দেশের সেই সংগ্রামের সাথী হতে দেশবাংলা নিউজ টিভির অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে দেশবাংলা নিউজ টিভি.কম একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিক মন্ডলীয় নিয়ে দেশে ও দ