জেনে নিন বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি কি? 👇
দুই বছর বা এর অধিক সময় কোন ধরণের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায় বন্ধ্যাত্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়। বলা যায়, প্রতি ১০০টি দম্পতির মধ্যে ৮টি দম্পতি বন্ধ্যাত্বের শিকার হন।
টেস্টটিউব প্রক্রিয়া একটি টিমওয়ার্কের ওপর নির্ভরশীল। এখানে গাইনোকোলজিস্ট, এমব্রায়োলজিস্ট ল্যাব-টেকনিশিয়ান, কাউন্সেলিং টিম এবং নার্সরা জড়িত। পুরো আইবিএফে সময় লাগে প্রায় ১০-১২ মাস। রোগীর ধৈর্য ও বিশ্বাসে অনেকাংশে এই চিকিৎসার সফলতা নির্ভর করে।
👩⚕️ ডাঃ সাবিহা সুলতানা সুমি
টেস্ট টিউব বেবী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
🔸 এম.বি.বি. এস., এফ. সি. পি. এস. (ইনফার্টিলিটি)
🔸 ডি.জি.ও, এফ. সি. পি. এস. (গাইনী এন্ড অবস)
🔸 এক্স এসোসিয়েট প্রফেসর (গাইনী এন্ড অবস)
🔸 ট্রেইন্ড ইন আই ভি এফ(নোভা আই ভি এফ ফার্টিলিটি কলকাতা)
👩⚕️ কনসালটেন্ট
🏥 নোভা আই ভি এফ ফার্টিলিটি, পান্থপথ, বাংলাদেশ
📞 এপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ ০৯৬০৬২২০২২০, ০১৩২২৮৪২০৬৭
📌 ঠিকানাঃ সাবামুন টাওয়ার (৭ম তলা), ১৫২/১/এইচ, পান্থপথ মোড়, ঢাকা।
⏰ রোগী দেখার সময়ঃ সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩ঃ০০টা