আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
✨ আপনাদের সবাইকে স্বাগতম “আলোর দুয়ার” চ্যানেলে।
প্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন।
আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, তিনি আমাদের দ্বীনের দাওয়াত ও ইসলামের আলো একে অপরের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন।
সব নবী–রাসুল আল্লাহর দ্বীন প্রচার করেছেন—দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াত করেছেন। যেহেতু আর কোনো নবী আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব উম্মতে মুহাম্মদী (সা.)-এর উপর ন্যস্ত।
📖 আমাদের লক্ষ্য হলো কুরআন ও হাদিসের আলোকে ইসলামের সত্য ও কল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।” (তিরমিযি)
এখানে আপনি পাবেন—
ইসলামী দাওয়াত ও তাবলিগ 📢
কুরআন ও হাদিসের আলোচনাসমূহ 📖
ইসলামী ইতিহাস ও শিক্ষা 🕌
প্রেরণাদায়ক ইসলামী বিষয়বস্তু ✨
🔔 প্রিয় ভাই ও বোনেরা, যদি দ্বীনের আলো হৃদয়ে ধারণ করতে চান এবং কোনো ভিডিও মিস করতে না চান, তাহলে এখনই “আলোর দুয়ার” চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তাওফিক দিন। 🤲
জাযাকাল্লাহ খাইর।