আমার জন্ম বাংলাদেশের লোক সংগীত সমৃদ্ধ বৃহত্তর ময়মনসিংহ এলাকার টাংগাইল জেলা সখিপুর থানাধীন নলুয়া গ্রামে।ছোটবেলা থেকেই প্রচলিত সংগীত ভান্ডার থেকে লোকগান সংগ্রহ ও বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করি,পরবর্তিতে সরকারি সংগীত কলেজ থেকে উচ্চতর সংগীত বিষয়ক ডিগ্রী ব্যাচেলর অব মিউজিক' অর্জনের পর বেতার টেলিভিশনে বিশেষ শ্রেনীর তালিকাভুক্ত শিল্পী.সুরকার ও সংগীত পরিচালক। দেশ বিদেশের বহু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আপনাদের ভালোবাসায় ধন্য। আপনি যদি ভালো গান তথা বাংলার নিজস্ব সংস্কৃতির সচেতন শ্রোতা হয়ে থাকেন তবে Abu Bakar Siddique Music Media চ্যানেলে প্রচারিত গানগুলো শেয়ার করে ছড়িয়ে দিয়ে ভালো গান প্রচারে উৎসাহিত ও সহযোগিতা করুন, নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের উৎসাহিত করুন, আপনার সামান্য অবদান শুদ্ধ সঙ্গীত প্রচার প্রসার এবং রক্ষায় যথেষ্ট সহায়ক হবে, ধন্যবাদ।#abu_bakar_siddique #folksong #sufi #hamd #Naat
Facebook
https://www.facebook.com/absiddiquepia/
Page
https://www.facebook.com/MusicMediaBangladesh
Please Subscribe my channel. অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো গানের সংগে থাকুন।