ইভান চৌধুরী'র আবৃত্তি ও নাট্যশিল্পের প্রতি ভালোলাগাটা ৬ বছর বয়স থেকেই। পরবর্তীতে আবৃত্তি ও নাট্য প্রশিক্ষণ ও চর্চা এই ভালোলাগাকে আরো বেগবান করে। বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করেছেন 'কুশীলব নাট্য সম্প্রদায়', 'কথা আবৃত্তি চর্চা কেন্দ্র' এবং যুক্তরাষ্ট্রে 'ঢাকা ড্রামা নিউইয়র্ক' এর সাথে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান 'শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট'। এ যাবত ইভান চৌধুরী'র তিনটি আবৃত্তি অ্যালবাম 'বিমূর্ত মোহে', 'অন্তর ছোঁবেই জেনো' ও 'নিবিড় কথন' প্রকাশিত হয়েছে।
ইভান চৌধুরী নিজেকে একজন শব্দশ্রমিক হিসেবে মনে করেন। তাইতো 'শব্দে শব্দে শোভন উচ্চারণ' এর নিয়ত প্রয়াস।
প্রত্যাশা করছি, ইভান চৌধুরী'র ইউটিউব আবৃত্তি পরিবেশনাগুলো আবৃত্তিপ্রেমীদের কাছে ভালো লাগবে।