এই চেনেল টি কালাচাঁন মত ও সনাতন ধর্ম প্রচারের জন্য শকলে জেন ধর্ম সম্পর্কে জানতে পারে এবং দীক্ষা ও শিক্ষা মন্ত্র নেয়। সনাতন ধর্ম কে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। এই কলি জীবের এক মাএ সম্বল হরি নাম। নাম ভিন্ন য়ার কোনও গতি নাই তাই সকলে। নাম করুন। ধর্ম কে জানেন। এবং আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে প্রভু এত দিন যা করেছি ভুল করেছি আজ থেকে তোমার নাম গোনাগোন করবো। আমার সাথে বলেন। 🌺🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🌺জয় রাধে হে গোবিন্দ তোমার এই ভক্ত ভুল বুঝতে পেরেছে তুমি তাকে ক্ষমা কর। হরে কৃষ্ণ। আপনাদের শ্রী চরনে আমার প্রনাম এই সময় টুকু আমাকে দেবার জন্য। হরে কৃষ্ণ। জয় রাধা রমন।