গ্রাম বাংলা
খবর নয়, ঘটনা।
রাজনৈতিক কুটকাচালি নয়, গ্রাম বাংলার মানুষের হৃদয়ের কথা,
ক্ষমতা দখলের কাহিনী নয়, গ্রামীণ সংস্কৃতি, হারিয়ে যাওয়া প্রাচীন লোককথা।
বাংলার নিজস্ব সংস্কৃতি – সৃজনশীলতা ও একান্ত নিজস্ব চাওয়া পাওয়ার কথা তুলে ধরবো আমরা।
আর আপনার এলাকার এই রকম লোক সংস্কৃতি, সৃজনশীলতা, স্থানীয় রীতি-নীতি তুলে ধরতে সাহায্য করবেন আপনারা।