Love's For ISLAM101

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমাদের ব্যস্ততাপূর্ণ জীবনে কুরআন থাকুক আমাদের অন্তরে,,, কুরআন তিলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ।সেই কুরআন বুঝে অর্থসহ পড়া হয়ত সবার হয় না😞 তাই আমাদের এই প্রচেষ্টা।
কুরআন তিলাওয়াত শোনার পাশাপাশি তাঁর অর্থ দেখে,বুঝে নিজের জীবনকে পরিচালিত করার মাধ্যমেই সরল পথ পাবেন। পাশাপাশি কুরআনের ব্যাখ্যা বুঝতে হলে সহিহ হাদিসের চর্চাও করতে হবে। নবি সাল্লাল্ল'হু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবি এবং পরবর্তী সালফে সলেহীনদের বুঝ অনুযায়ী কুরআন বুঝতে হবে,কোন অপব্যাখ্যা করা যাবে না,নিজের মত করে বুঝা যাবে না, আলেমদের সরণাপন্ন হতে হবে।
হিদায়াতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু তাআলা।তাই আমাদের হালাল ও হারাম চিনতে হবে এবং নবি ﷺ এর আদর্শ আমাদের অনুসরন করতে হবে।

যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন ইংশা-আল্লাহ। আপনাদের মন্তব্যও জানাবেন ইংশা-আল্লাহ।
আল্লাহ যেন এ খেদমত কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন এবং পরিপূর্ণ জাঝা দান করেন,আমিন।
جزاك اللّٰه خيـــــــــرا