ইসলামিক কথা

ইসলামিক কথা'র পক্ষ থেকে আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
সকল প্রশংসা ঐ মহান আল্লাহর জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করে 'আশরাফুল মাখলুকাত' বলে অভিহিত করেছেন।
তাদেরকে জ্ঞান দান করে মনের ভাব প্রকাশের জন্য কথা বলা শিখিয়েছেন এবং জ্ঞানার্জনের জন্য কলম দ্বরা শিক্ষা দানের ব্যবস্থা করেছেন।
তাদেরকে স্বীয় মর্জিমাফিক হায়াত, মউত, রিযিক ও দৌলত দান করে সম্মানিত করেছেন।

আমাদের কাজ হলো ঈমানকে দৃড় করা , শির্কমুক্ত জীবন গড়া, আর রাসুল (সঃ) এর আদর্শকে আকড়ে ধরা! আর অপনাদের মনে অনুপ্রেরনার সৃষ্টি করত ইসলামিক কথা YouTube Channel এর জন্ম হয়েছে।
এই চ্যানেলে কুরান হাদিসের শিক্ষনীয় গল্পের পাশাপাশি রয়েছে সমসাময়ীক বিষয়ের উপর ব্যাপক আলোচনা!!

যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ