Pi Math Education

বর্তমান শিক্ষা ব্যবস্থা কঠিন কিন্তু নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সহজেই সকল সমস্যার সমাধান করা সম্ভব। তাই কঠিনকে সহজ থেকে সহজতর করে প্রিয় শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য Pi Math Education চ্যানেলটি খোলা। নিয়মিতভাবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গণিতের সকল সমস্যার সমাধান আপলোড করা হবে।পাশাপাশি ১০ম শ্রেণির SSC 2025 পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও এমসিকিউ"র সমাধান আপলোড করা হবে।
বর্তমান বিশ্বে নিজেকে একজন আত্মবিশ্বাসী প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে অনলাইনের বিকল্প নেই। তাই Pi Math Education চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা, ত্যাগ,পরিশ্রম করো,ইনশাআল্লাহ সফলতায় পৌঁছাবে।