📚 আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা 🌿
ভাটপাড়া (কাঁঠালতলা), অভয়নগর, যশোর।
এর অফিসিয়াল ইউটিউব ভিডিও চ্যানেল
আলহামদুলিল্লাহ! দীনের আলো ছড়িয়ে দিতে আমাদের মাদ্রাসা দিনদিন অগ্রসর হচ্ছে। কুরআন ও সহীহ সুন্নাহ মোতাবেক মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ইন'শা আল্লাহ ।
তবে উন্নয়নের এই পথচলায় দরকার আপনাদের আন্তরিক সহযোগিতা।
🏫 শিশুদের দ্বীনি শিক্ষা, হিফজুল কুরআন ও নৈতিক গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
📈 স্থায়ী ভবন নির্মাণ, পাঠদান সরঞ্জাম ও শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থার উন্নয়ন চলছে।
🤝 আপনিও হতে পারেন এই সাদকার যাত্রী।
🌟 আপনার ছোট্ট সহায়তাও হতে পারে কারো ভবিষ্যৎ গঠনের মাধ্যম।
সার্বিক যোগাযোগঃ
০১৭৯৫-৭৭৫৯২২ প্রিন্সিপাল)
সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ ০১৯৩১-৬০৮৭৩৩ বিকাশ/নগদ(পার্সোনাল)
ব্যাংক অ্যাকাউন্ট: ইসলামী ব্যাংক -২০৫০১৩৫০২০৪০৩১৪০৯ নোয়াপাড়া শাখা, যশোর।