Shariatpur Islami Zubo Society

লক্ষ ও উদ্দেশ্য
-------------------
☑️ইসলাম এবং সাধারন শিক্ষার সমন্বয়ে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা এবং পর্যায়ক্রমে উচ্চশিক্ষার জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা।

☑️ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীন এবং দুনিয়াবী শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।

☑️সমাজে চলমান নানা রকম ভ্রান্ত বিশ্বাস এবং কুসংস্কার দূর করে একটি ন্যায়-নীতি পূর্ণ আদর্শ সমাজ গঠন করা।

☑️সমাজে মিশে থাকা বিভিন্ন প্রকার অপসংস্কৃতি দূর করে সুস্থ ধারার সংস্কৃতি চালু করা।

☑️পাঠাগার প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা।

☑️ রক্তদান কর্মসূচি পালন। প্রতিবন্ধি ও অসহায় মানুষের পাশে দাড়ানো।

☑️মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা ও মাদকাসক্ত পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা।

☑️জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আর্তমানবতার সেবায় সমর্পিত অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অবানিজ্যিক, দাতব্য,সেচ্ছাসেবী সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

☑️শিক্ষিত বেকার জনগণকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলা।

☑️যুব সমাজকে ইসলাম পালনে উদ্বুদ্ধ করার মাধ্যমে অনৈতিক এবং অসামাজিক কাজ থেকে বিরত রাখার মাধ্যমে একটি আদর্শবান যুব সমাজ তৈরি করা।