ইসলাহী বয়ানের মাধ্যমে মানুষকে জান্নাতের পথ দেখানো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । 
Papree Tv24 হক্কানী ওলামায়ে কেরামের মুখপাত্র
🔹Papree Tv24 এর লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট। আমরা ইসলামকে ভালবাসি। আমরা দেশকে ভালবাসি। আমরা ইসলামের সঠিক বাণী প্রচারের মাধ্যমে জনগণকে অনৈতিক কর্মকান্ড থেকে ফিরিয়ে এনে দেশ ও জাতির উন্নয়নের জন্য সহযোগি ভূমিকা পালন করার প্রচেষ্টায় ব্রত।
🔸Papree Tv24 অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে ব্যতিক্রম অবস্থানে কাজ করে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। Papree Tv24 শুধুমাত্র ভাইরাল টপিক অথবা অতিরিক্ত ভিউ নেয়ার আশায় কাজ করে না। আমরা সব সময় শুদ্ধ পথে পরিচালিত হয়ে দেশের আহলে হক্ব আলেমদের পরিশুদ্ধ বাণী প্রচারের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষের ব্যাপক খোরাক যোগাতে সক্ষম হয়েছি। সেই সাথে Papree Tv24 দেশের শীর্ষস্থানীয় আলেম, পীর বুযুর্গদের দৃষ্টি কেড়েনিতে সক্ষম হয়েছে। তাই শীর্ষস্থানীয় সকল হক্কানী ওলামায়েকেরাম Papree Tv24 কে ভালবাসে এবং Papree Tv24 এর জন্য প্রাণভরে দোয়া করে। 
আপনার প্রিয় ইসলামিক আলোচনার জন্য Papree Tv24 SUBSCRIBE করতে ভুলবেন না।