Info Educations

🎓 Info Educations স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি ডিজিটাল পড়াশোনার মাধ্যম। আমাদের মূল লক্ষ্য হলো বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সহজ ও সরলভাবে উপস্থাপন করা। ক্লাস ৬ থেকে ১২ পর্যন্ত সমস্ত বিষয় আমরা বিনামূল্যে প্রদান করি, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে।

আমরা সাধারণ জ্ঞান, ক্রিকেট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। Info Educations-এ, সব বিষয় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়, যাতে পড়াশোনা হয় মজাদার ও বোধগম্য। সকল ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে, যা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের পড়াশোনাকে আরও সহজ ও উপভোগ্য করে তুলবে। #FreeEducation #InfoEducations


Follow me on
Facebook - https://www.facebook.com/infoed5/
WhatsApp - https://whatsapp.com/channel/0029VaISjWqGJP8FNlJ37Q1X
Telegram - https://t.me/nexttarget55
Website - https://www.infoeducations.com/