"The journey of a thousand miles begins with a single step."
প্রিয় দর্শক বন্ধুরা,
নন্দিনীর গল্প পাঠের মধ্য দিয়ে আমার একটি ছোট্ট পথচলা শুরু হল, আশা রাখছি আপনাদের সাথে আমার গল্প পাঠের সংযোগ তৈরি করতে পারব। বইয়ের মত বিশ্বস্ত বন্ধু কোথাও আর হয় না। বই এমন একটি উপহার যা আপনি বারবার খুলতে পারবেন। পৃথিবীতে এত বই রয়েছে যা পড়তে গেলে বা জানতে গেলে এক জীবন ও কম পরবে বলে আমার মনে হয়।তাই আমি চাই যে আমি যেন আরো অনেক অনেক বই পড়তে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।