আলোর পথ।সত্য সবসময় চিরস্থায়ী ও সুন্দর। মিথ্যা সবসময় ক্ষণস্থায়ী ও কুৎসিত। সর্বদা সত্যের পক্ষে আমি। অসত্যের বিপক্ষে লড়াই আমার। আমি সত্যের সৈনিক কারণ সত্য কখনো ক্ষয় হয় না। মিথ্যা কখনো গোপন থাকে না। সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচর্ থাকার সমর্থন চাই।