সাধের ছাদ বাগান। Sadher Chhad Bagan

বাগান মানেই যে ফলে ফুলে ভরা বিশাল কোনো জায়গা হবে তা নয়৷ প্রকৃতিকে ভালোবেসে যে কেউ ছোট্ট বাড়ি বা ফ্ল্যাটে থেকেও ছাদের উপর বাগানের সাধ মেটাতে পারেন৷

শহরের কোলাহল থেকে একটু দূরে, নিরিবিলি পরিবেশে ছোট্ট একটি বাগানের শখ বা প্রকৃতির সাথে খানিকটা বন্ধুত্ব গড়তে কার না মন চায়!

আমি পড়াশুনার পাশাপাশি দীর্ঘ 25 বছর ধরে ছাদে বাগান করে আসছি। নানা বই পত্র ও গাছ বিশেষজ্ঞ দের সান্নিধ্যে দীর্ঘদিন থেকে শিখেছি, কিভাবে নানা ধরণের গাছ কে খুব সহজেই সুস্থ ও সুন্দর ও সবুজ রাখা যায়।

গাছ সম্পর্কিত আমার সেই অভিজ্ঞতা গুলো আমার এই চ্যানেল এর মধ্যে দিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাই বন্ধুরা।

জানাতে চাই বাড়ির ছাদে নানা ধরণের ফুল ফল ও সব্জি চাষের সহজ পরিচর্যা এবং প্রচুর ফলন পাবার গোপন টিপস গুলো।

আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের বাড়ির ছাদে আমি সবুজ ফিরিয়ে দেব, ভরিয়ে তুলবো ফুল, ফল ও সব্জির সৌরভে।

আমার ফেসবুক পেজ এর লিঙ্ক দিলাম
https://www.facebook.com/amiroddurhote.cheyechhilam

এছাড়াও আমার সৃষ্ট "সাধের ছাদ বাগান" গ্রুপ এর লিঙ্ক
https://www.facebook.com/groups/405996456614669