North sikkim tour guide 2025||North sikkim tourist places|Time to Travel||North sikkim tour in March

Описание к видео North sikkim tour guide 2025||North sikkim tourist places|Time to Travel||North sikkim tour in March

📌মার্চ ও মে 2025 নর্থ সিকিম ট্যুর এর বুকিং চলছে
বুকিং করার জন্য ফোন করুন 8436041774 এই নম্বরে
Per head 9000
🎯উত্তর সিকিম - মাথাপিছু 9000/-

Date: 25/10/2024, 13/03/25 , 16/05/2025

দিন 1: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি
দিন 2 : Njp থেকে গ্যাংটক।
দিন 3: গ্যাংটক থেকে লাচেন।
দিন 4: লাচেন থেকে গুরুদাম্বা হ্রদ (কালা পাথর অতিরিক্ত খরচ) এবং লাচেন ফিরে। দুপুরের খাবারের পর লাচুং যান।
দিন 5: লাচুং থেকে ইউমথানফ উপত্যকা (জিরো পয়েন্ট অতিরিক্ত খরচ) এবং লাচুং ফিরে। দুপুরের খাবার খেয়ে আবার গ্যাংটক।
দিন 6: গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি ড্রপ।

🎯North Sikkim, Gangtok & Pelling Packages 11000 / Per Person

📣 ৬০+ এর ঊর্ধ্বে যাদের ইচ্ছা থাকলেও লোকবলের কথা ভেবে ঘুরতে যেতে পাচ্ছেন না, তাঁদেরকে Time to Travel সমস্ত দায়িত্ব নিয়ে প্রয়োজনে ডাক্তারসহ ভ্রমণের দায়িত্ব নিয়েছে।
🎯আমাদের প্যাকেজে যা যা দেওয়া হচ্ছে(Package Inclusive)🎯
✅ হাওড়া বা শিয়ালদহ থেকে স্লিপার ক্লাস (AC Coach Possible for extra pay)ট্রেন টিকিট।
✅ সমস্ত খাওয়া দাওয়া।
(সকলের চা, ব্রেকফাস্ট,দুপুরের লাঞ্চ,বিকেলে টিফিন, রাতের ডিনার)
✅ রিজার্ভ গাড়ি।
✅ সমস্ত সাইট সিইন পরিকল্পনা অনুসারে ভ্রমন বাবদ খরচ।
✅ অভিজ্ঞ গ্রুপ টুর ম্যানেজার।
✅ পরিষ্কার, পরিচ্ছন্ন হোটেল/হোমস্টে তে থাকার ও খাওয়া খরচ।
✅ অভিজ্ঞ ড্রাইভার
✅ সমস্ত পারমিট ও পারমিসন বাবদ খরচ।
✅প্রয়োজনে ডাক্তার ব্যবস্থা
✅বর্তমান পরিস্থিতির ওপর Tour Package সামান্য কম - বেশি পরিবর্তিত হতে পারে
🚫 আমাদের প্যাকেজে যা যা থাকছে না(Package Exclusive)🚫
❌ ট্রেনে থাকাকালীন কোনো রকম খাবার।
❌ ট্রেন এ থাকা কালীন কোনো রকম পানীয় বাবদ খরচ।
❌ অতিরিক্ত অপশনাল সাইট সীন বাবদ খরচ যা আমাদের উল্লিখিত টুরে তে দেওয়া নেই ।
❌ অতিরিক্ত খাওয়া দাওয়া বাবদ খরচ (যা উপরে উল্লিখিত নেই)।
❌ মিনারেল ওয়াটারের খরচ।
❌ মেডিক্যাল খরচ।
📍যেকোনো রকম গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, স্কুল - কলেজ ট্যুর, সোলো ট্রিপ যেকোনো সময়ে করার হলে যোগাযোগ করুন।
📢 বি.দ্রঃ ট্যুর বুকিং কনফার্ম করতে অবশ্যই যেকোনো আইডি কার্ড থাকতে হবে এবং কমপক্ষে দেড় মাস আগে যোগাযোগ করে ৪০% বুকিং অর্থ জমা দিতে হবে বাকি টাকা ট্যুরের ১৫দিন আগে দিয়ে দিতে হবে।
🔸 বর্তমান পরিস্থিতির ওপর সাইটসিনের কম বেশি পরিবর্তন হতে পারে।
বিস্তারিত জানতে অথবা বুকিং এর জন্য যোগাযোগ করুন
📞 +918436041774 (Call & WhatsApp)


#youtubeshorts #lachung #lachen #yamthang #gurudongmerlake
#mountains #pelling #namchi #sikkim #darjeeling #nathula #Tsmgolake #Gangtok #sikkim #india #sikkimtourism #gangtok #sikkimdiaries #northeastindia #travel #darjeeling #mountains #incredibleindia #nature #travelphotography #assam #nagaland #northeast #manipur #meghalaya #sikkimadventures #himalayas #arunachalpradesh #photography #siliguri #northsikkim #tripura #sikkimtrip #travelgram #mizoram #westbengal #mumbai #delhi
#lachung #northsikkim #travel #nature #snow #love #love #music

#eastsikkim #naturephotography #travelblogger #photography #snow #gurudongmar #yumthang #southsikkim #zeropoint #sikkimdairies #lachungvalley #travelsikkim #nathulapass #sikkimstories #gangtoksikkim #wanderlust #sikkimlove #travelindia #beautifulsikkim #adventure #sikkimgin #nathula #pelling #travelling #instagram #traveldiaries #himalaya #incrediblesikkim #sikkimese #exploresikkim

Комментарии

Информация по комментариям в разработке