যদি মুসলমান কোন মেয়েকে কাদিয়ানীর সাথে বিয়ে দেয়? কাদিয়ানীদের মতে কাদিয়ানী মেয়েকে মুসলমান ছেলের সাথে বিয়ে দেয়া যাবে না । এমনকি কাদিয়ানীরা অন্য কোন মসজিদে নামায পড়ে না। কাদিয়ানী মতবাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী (Mirza Ghulam Ahmad) ১৮৩৫ সনের ১৩ই ফেব্রুয়ারী ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইসলামবিরোধী অমুসলিম কাদিয়ানী সম্প্রদায় তাদের পরিচয় দেয় ‘আহমদিয়া মুসলিম জামাত’ বলে। এ মুখোশের আড়ালে তারা তাদের বর্ণচোরা ও প্রতারক চরিত্রতটিকে সক্রিয় রাখে। বাংলাদেশে কাদিয়ানী তৎপরতার ১০০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় পাতাজুড়ে বিজ্ঞাপন ছাপিয়ে নিজেদের কর্মকান্ড ও ‘কৃতিত্বের’ বর্ণনা তুলে ধরেছে। এতে নতুন করে সরলপ্রাণ বহু মুসলিমের প্রতারিত হওয়ার আশংকা তৈরি হচ্ছে।
#কাদিয়ানী #মুসমান #বিয়ে
কাদিয়ানী সমাচার।
আমরা সে সকল কাদিয়ানী ভাইদের চোখ খুলে দিতে চাই যারা গোমরাহীর মধ্যে রয়েছে। তারা যেন হেদায়েতের আলোতে ফিরে আসতে পারে। কাদিয়ানী সমাচারে এতে রেফারেন্স সহ আলোচনা থাকবে যাতে করে কেউ আপনাদের বিভ্রান্ত করতে না পারে এই বলে যে “এই সব ভূয়া, বানোয়াট ও মিথ্যা। “কাদিয়ানী সমাচার” চ্যানেলে - কাদিয়ানী, কাদিয়ানী ধর্ম, কাদিয়ানী বিশ্বাস, কাদিয়ানীদের নবী মির্জা গোলাম কাদিয়ানী, কাদিয়ানী বই, কাদিয়ানী স্বরুপ, কাদিয়ানী ও ইসলামের তূলনামূলক বিশ্বাস সম্পর্কে ধারন দিবেন খতমে নবুওয়ত মারকায এর প্রতিষ্ঠাকা পরিচালক মুফতি শুয়াইব ইবরাহীম দাঃ বাঃ। সবাই “কাদিয়ানী সমাচার” চ্যানেলকে সাবসক্রাইব করুন।
============================================================
মির্জা গোলাম কাদিয়ানী ছিলেন বৃটিশদের দালাল। মুফতি শুয়াইব ইবরাহীম। Mufti Shuaib Ibrahim।
• বৃটিশদের আত্মস্বীকৃত দালাল ছিলেন মির্জা গো...
ধোঁকা ও প্রতারনার উপর প্রতিষ্ঠিত কাদিয়ানী বই কিশতিয়ে নূহ। কাদিয়ানী বই।
• ধোঁকা ও প্রতারনার উপর প্রতিষ্ঠিত কাদিয়ানী ...
কাদিয়ানী ফিৎনা মোকাবিলায় কাদিয়ানীদের যেসব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। মুফতি শুয়াইব ইবরাহীম।
• যেসব প্রশ্নের উত্তর কাফের কাদিয়ানী ফিতনা ম...
কাদিয়ানীদের সবচেয়ে বড় ভয়ংকর জঘন্যতম অপরাধ হলো
• কাদিয়ানীদের সবচেয়ে বড় ভয়ংকর জঘন্যতম অপরাধ ...
কাদিয়ানী নেতাকে চ্যালেঞ্জ জানালেন মুফতি শুয়াইব ইবরাহীম
• কাদিয়ানী নেতাকে চ্যালেঞ্জ জানালেন মুফতি শু...
কাদিয়ানীদের প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? কাদিয়ানী কারা? মুফতি শুয়াইব ইবরাহীম।
• কাদিয়ানীদের প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? কাদিয়...
বিবিসির বিভেদ পেরিয়ে অনুষ্ঠান সম্পর্কে মুফতি শুয়াইব ইবরাহীম।
• কাদিয়ানী বিষয়ে বিবিসিতে প্রচারিত বিভেদ পের...
================================
⚠️ANTI-PIRACY WARNING⚠️
Any unauthorized reproduction, redistribution, or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the কাদিয়ানী সমাচার Or YouTube copyright rule.
===============================
কাদিয়ানী সমাচার,কাদিয়ানী,সমাচার,মুফতি শুয়াইব ইবরাহীম,কাদিয়ানী কাফের,কাদিয়ানী মতবাদ,কাদিয়ানীদের ইতিহাস,কাদিয়ানীদের আজান,কাদিয়ানীদের নামাজ,কাদিয়ানী মসজিদ,কাদিয়ানী কাফের,কাদিয়ানী কাকে বলে,কাদিয়ানীদের ইতিহাস,কাদিয়ানী অর্থ কি,গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যু,কাদিয়ানী মতবাদ ও ইসলাম,কাদিয়ানী],কাদিয়ানী বই,কাদিয়ানীদের বই,মুফতি শুয়াইব,খতমে নবুওয়ত মারকায,কাদিয়ানী সম্প্রদায়,কাদিয়ানী সম্প্রদায় কাফের,কাদিয়ানী সম্প্রদায় কেন কাফের,কাদিয়ানীদের মসজিদ
Информация по комментариям в разработке