হনুমান চালিসা বাংলা | Hanuman Chalisa Bangla Lyrics | হনুমান চালিসা পাঠ বাংলা
🙏 হনুমান চালিসা বাংলা লিরিক্স 🙏
এই ভিডিওতে আপনি পাবেন পূর্ণ হনুমান চালিসার বাংলা লিরিক্স (Hanuman Chalisa in Bangla)।
যারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন, তাদের জন্য এই বাংলা সংস্করণটি বিশেষভাবে সহায়ক হবে।
✨ হনুমান চালিসা পাঠ করলে—
🔸 মানসিক শান্তি আসে
🔸 ভয়, দুঃখ ও কষ্ট দূর হয়
🔸 জীবন থেকে বাধা-বিপত্তি সরে যায়
🔸 ভক্তি, শক্তি ও সাহস বৃদ্ধি পায়
🕉 জয় হনুমান জ্ঞান গুণ সাগর 🕉
👉 প্রতিদিন সকাল বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন ও ভগবান রামের ভক্ত হনুমানজির আশীর্বাদ লাভ করুন।
📌 আরও ধর্মীয়, ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🕉 হনুমান চালিসা (বাংলা লিরিক্স)
🪔 দোহা
শ্রীগুরু চরন সরোজ রজ, নিজমন মোকুর সুধারি।
বরনৌ রঘুবর বিমল যশু, যো দায়ক ফল চারি॥
বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌ পবনকুমার।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, হরহু কলেস বিকার॥
🌸 চৌপাই (৪০ শ্লোক)
১।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর,
জয় কপীশ তিহুঁ লোক উজাগর॥
২।
রাম দূত অতুলিত বলধামা,
অঞ্জনি-পুত্র পবনসুত নামা॥
৩।
মহাবীর বিক্রম বজরঙ্গী,
কুমতি নিবার সুমতি কে সঙ্গী॥
৪।
কঞ্চন বরণ বিরাজ সুবেসা,
কানন কুন্ডল কুঞ্চিত কেশা॥
৫।
হাত বজ্র ঔর ধ্বজা বিরাজে,
কাঁধে মুঞ্জ জনেউ সাজে॥
৬।
শঙ্করসুবন কেশরীনন্দন,
তেজ প্রতাপ মহা জগবন্দন॥
৭।
বিদ্যাবান গুণী অতিচাতুর,
রাম কাজ করিবে কাতুর॥
৮।
প্রভু চরিত্র শুনিবে রসিয়া,
রামলক্ষণ সীতা মন বসিয়া॥
৯।
সূক্ষ্ম রূপ ধরি সিয়হি দেখাবা,
বিকট রূপ ধরি লঙ্ক জরাবা॥
১০।
ভীম রূপ ধরি অসুর সংহারে,
রামচন্দ্র কে কাজ সভারে॥
১১।
লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে,
শ্রীরঘুবীর হর্ষি উরলায়ে॥
১২।
রঘুপতি কীণহী বহুৎ বড়াই,
তুম মম প্রিয় ভরতহি সম ভাই॥
১৩।
সহস্র বদন তুমহরো যশ গাবৈ,
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ॥
১৪।
সনকাদিক ব্রহ্মাদি মুনিসা,
নারদ সারদ সহিত অহিসা॥
১৫।
যম কুবের দিগপাল যেখানে,
কবি কোবিদ কহি সাকে কাহাঁ॥
১৬।
তুম উপকার সুগ্রীবহি কীনহা,
রাম মিলায়ে রাজপদ দীনা॥
১৭।
তুমহরো মন্ত্র বিভীষণ মানা,
লঙ্কেশ্বর ভয়ো সব জগ জানা॥
১৮।
যুগসহস্র যোজন পর ভানু,
লীল্যো তাহি মধুর ফল জানু॥
১৯।
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী,
জলধি লাংঘি গয়ো অচরজ নাহি॥
২০।
দুর্গম কাজ জগত কে জেতে,
সুগম অনুগ্রহ তুমহরে তেতে॥
২১।
রাম দুয়ার তুমি রক্ষাবারে,
হোত না আজ্ঞা বিনু পৈসারে॥
২২।
সব সুখ লহে তুমহারি সর্না,
তুম রক্ষক কাহু কো ডর না॥
২৩।
আপন তেজ সমহারো আপৈ,
তীনো লোক হাংক তে কাপৈ॥
২৪।
ভূত পিশাচ নিকট নহি আভৈ,
মহাবীর যখন নাম সুনাবৈ॥
২৫।
নাসৈ রোগ হরে সব পীরা,
জপত নিরন্তর হনুমত বীরা॥
২৬।
সঙ্কট তে হনুমান ছুড়াবৈ,
মন ক্রম বচন ধ্যান যো লাবৈ॥
27।
সব পর রাম তপস্বী রাজা,
তিনকে কাজ সকল তুম সাজা॥
২৮।
অউর মনোরথ যো কোই লাবৈ,
সোই অমিত জীবন ফল পাবৈ॥
২৯।
চারে যুগ প্রতাপ তুমহারা,
হৈ প্রসিদ্ধ জগত উজিয়ারা॥
৩০।
সাধু সন্ত কে তুমি রক্ষাও,
অসুর নিকন্দন রামদুলাও॥
৩১।
অষ্টসিদ্ধি নৱ নিধি কে দাতা,
অস বর দীন জানকী মাতা॥
৩২।
রাম রাসায়ন তুমহারো পাসা,
সদা রহো রঘুপতি কে দাসা॥
৩৩।
তুমহরে ভজন রাম কো পাবৈ,
জনম জনম কে দুখ বিসরাবৈ॥
৩৪।
অন্ত কাল রঘুবরপুর জাই,
যাহাঁ জন্ম হরি ভক্ত কহাই॥
৩৫।
অউর দেবতা চিত্ত না ধরই,
হনুমত সেবা সুখ ফল করই॥
৩৬।
সঙ্কট কাটে মিটে সব পীরা,
যো সুমিরে হনুমত বলবীরা॥
৩৭।
জয় জয় জয় হনুমান গোসাঁই,
কৃপা করহু গুরুদেব কি নাই॥
৩৮।
যো শতবার পাঠ কর কোই,
ছুটহি বন্দি মহা সুখ হোই॥
৩৯।
যো ই পড়ে হনুমান চালিসা,
হোই সিদ্ধি সাক্ষী গৌরীসা॥
৪০।
তুলসীদাস সদা হরি চেরা,
কীজে নাথ হৃদয় মহ ডেরা॥
🌺 দোহা (শেষের প্রার্থনা)
পবন তনয় সংকট হরন, মঙ্গল মূর্তি রূপ।
রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥
#HanumanChalisa #BanglaLyrics #হনুমানচালিসা #HanumanChalisaBangla #BhaktiSong #HanumanBhajan #Bhakti
"This video is made only for devotional and educational purposes. We do not intend to violate any copyrights. All songs, images, or content belong to their respective copyright owners. If you are the owner and want removal, kindly contact us."
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
Информация по комментариям в разработке