৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার আন্দিকুট সিদ্ধেশ্বরী মন্দির | Andikut Mandir |

Описание к видео ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার আন্দিকুট সিদ্ধেশ্বরী মন্দির | Andikut Mandir |

কুমিল্লা জেলার আন্দিকুট সর্বজনীন দেব মন্দিরটি একশ বছরের বেশি সময় আগের। ব্রহ্মচারী গঙ্গাবিষ্ণু ঠাকুর মুরাদনগর উপজেলার উত্তর সীমান্তঘেষা জনপদ আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট সিদ্বেশ্বরীতে উপাসনায় ধ্যানমগ্ন হন।

সনাতন ধর্মবিলম্বী সাধক গঙ্গাবিষ্ণু ঠাকুরের মহাপ্রয়াণের পর ধ্যানমগ্ন স্থানটিতে একটি বট বৃক্ষকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে চলে আসছে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উপাসনা।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গাবিষ্ণু ঠাকুরের আরাধ্য স্থানটি ক্রমে সিদ্বেশ্বরী আশ্রম (ধাম) হিসেবে পরিচিতি লাভ করে। এ সিদ্বেশ্বরী আশ্রমের আধুনিকায়নের মধ্য দিয়ে এখন এটি আন্দিকুট সার্বজনীন দেব মন্দিরে রূপ লাভ করে। একটি বটগাছ কেন্দ্রীক শতবর্ষী এ আশ্রমটি সরকারী অর্থায়নের পাশাপাশি বহু ভক্তবৃন্দের পৃষ্ঠপোষকতায় একটি আধুনিক সুযোগ সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন এক স্থাপত্বে রূপ লাভ করে।

আন্দিকুট গ্রামের প্রয়াত মনিন্দ্র চন্দ্র সাহার ছেলে সঞ্জিত কুমার সাহা ধর্মীয় আশ্রমটির আধুনিকায়নে আন্তনিয়োগ করেন। দৃষ্টিনন্দন এ আশ্রমটি দেখে অভিভূত হবেন যে কেউ।

সূত্র : https://www.womennews24.com

৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার আন্দিকুট সিদ্ধেশ্বরী মন্দির | Cumilla Andikut Mandir | VLOG

#andikutmondir
#andikut
#আন্দিকুট

@mbexplorer

Комментарии

Информация по комментариям в разработке