সায়রা গার্ডেন রিসোর্ট | ঢাকার সবচেয়ে কাছের বিলাসবহুল রিসোর্ট

Описание к видео সায়রা গার্ডেন রিসোর্ট | ঢাকার সবচেয়ে কাছের বিলাসবহুল রিসোর্ট

#সায়রা_গার্ডেন_রিসোর্ট
#Shaira_Garden_Resort

নারায়ণগঞ্জ জেলার মদনপুর ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। ঢাকার জিরো পয়েন্ট থেকে সায়রা গার্ডেন রিসোর্টের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। মাত্র ৩০ বিঘা জমির উপর সায়রা গার্ডেন রিসোর্টটি নির্মিত হলেও ক্রমশই এর আয়তন বৃদ্ধি করা হচ্ছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত বিলাসবহুল সায়রা গার্ডেন রিসোর্টে আছে রেস্টুরেন্ট, মিনিবার, ফ্রি ওয়াইফাই, জিমনেশিয়াম, সুইমিংপুল, বার-বি-কিউয়ের আয়োজন, ফিশিংয়ের ব্যবস্থা, লন্ড্রি সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ, কার পার্কিং সহ সকল আধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও প্রায় ২৫০ অতিথি ধারণক্ষমতার একটি কনফারেন্স হল রয়েছে।

যোগাযোগঃ
বুকিং:
01746-080856, 01908-809889,
01908-809890, 01908-809891

ওয়েবসাইট:
shairagardenresorts.com

ফেসবুক:
fb.com/ShairaGardenResorts

🔸খাবার ব্যবস্থা
সায়রা রিসোর্টে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের জন্যে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, থাই ও চাইনিজ খাবার। ওপেন রেস্টুরেন্ট, মিনি জুসবার, বারবিকিউ এর সুবিধা আছে।

🔹কেমন খরচ
রাত্রিযাপনের জন্য মানভেদে কটেজ ও রুমের খরচ পড়বে ৪,৫০০-১১,০০০ টাকা পর্যন্ত। কনফারেন্স হলের ভাড়া ৭০,০০০ টাকা।

🔸কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ বা মেঘনাগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন মদনপুর বাস স্ট্যান্ডে। মদনপুর থেকে হাতের বামে মাত্র এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সায়রা গার্ডেন রিসোর্ট।

🔹আশেপাশের দর্শনীয় স্থান
এই রিসোর্ট এর কাছেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে ঐতিহাসিক সোনারগাঁও এর পানাম সিটি, সোনারগাঁও ও জাদুঘর ও বাংলার তাজমহল উল্লেখযোগ্য।

Комментарии

Информация по комментариям в разработке