Welcome to Artpose Music! 🎶
এখানে আপনি পাবেন ভক্তিমূলক গান, ভজন, কৃষ্ণ সংগীত, বাংলা ও হিন্দি আধ্যাত্মিক গান। আমাদের লক্ষ্য আপনার মনে শান্তি, ভক্তি ও আনন্দ পৌঁছে দেওয়া। 🌸
এই চ্যানেলে নিয়মিত আসবে—
ভক্তিমূলক গান 🎵
কৃষ্ণ ও রাধার ভজন 🙏
বাংলা ও হিন্দি আধ্যাত্মিক সংগীত 🌼
বাংলা ও হিন্দি আধুনিক সংগীত 🌼
মিউজিক ভিডিও ও AI Music Creation ✨
🙏 Artpose Music-এর সঙ্গে থাকুন, ভক্তির সুরে মন ভরিয়ে তুলুন।
Lyrics- koushik bhattacharjee
singaar- ai
গানের লিরিক্স:::::::::::::::::::::::::::
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — দূর্গতিনাশিনী।
জয় মা দূর্গা, জয় মা দুর্গা — সিংহ বাহিনী।
মাগো শক্তিদায়িনী, মাগো শান্তিদায়িনী।
তোমার মহিমা তুমি তো জানো মা,
কখনো স্নেহময়ী, কখনো বা উগ্রচন্ডী।
এক হাতে তোমার আশিস ছড়াও,
আরেক হাতে ধরেছ অসুরের মুন্ডী।
তুমি তো কালিমা, তুমি তো শ্যামা,
মাগো, তুমি তো আবার জগত জননী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — মহিষাসুরমর্দিনী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — কৈলাসবাসিনী।
মাগো শক্তিদায়িনী, মাগো শান্তিদায়িনী।
তুমি ভুবনের আলো, শক্তির সিন্ধু,
তোমার মায়াতে, স্নেহের ছায়াতে,
কাটাতে চাই মা জীবনের শেষ বিন্দু।
জাগো মা চন্ডী, জাগো মা জগৎ জননী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — করুণাদায়িনী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — দুঃখহারিনী।
মাগো শক্তিদায়িনী, মাগো শান্তিদায়িনী।
তুমি দুঃখ হারিয়ে অভয়া দাত্রী,
অশুভ সরিয়ে আলোকিত করো।
স্নেহের আঁচলে তুমি যে জগধাত্রী,
তুমি দূর্গা মা, দূর্গা তুমি যে ত্রিনয়নী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — দূর্গতিনাশিনী।
জয় মা দূর্গা, জয় মা দূর্গা — সিংহ বাহিনী।
মাগো শক্তিদায়িনী, মাগো শান্তিদায়িনী।
মাগো শক্তিদায়িনী, মাগো শান্তিদায়িনী।
Информация по комментариям в разработке