সহজ পদ্ধতিতে কেরাতের ক্লাসিক্যাল সুর শিখুন।quran shikkha sohoj upay.

Описание к видео সহজ পদ্ধতিতে কেরাতের ক্লাসিক্যাল সুর শিখুন।quran shikkha sohoj upay.

আর যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। (সুরা : আরাফ, আয়াত : ২০৪)

তাফসির : আগের আয়াতে বলা হয়েছে যে কোরআনে কারিম মুমিনদের জন্য রহমতস্বরূপ, তবে এই রহমত থেকে পরিপূর্ণ লাভবান হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা জরুরি। ওই আদবের প্রতি ইঙ্গিত দিয়েই বলা হয়েছে, 'যখন কোরআন পড়া হয় তখন তা চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমাদের প্রতি রহমত হয়।' কোরআনে কারিমের আদব ও শিষ্টাচারসমূহ থেকে একটি আদব হলো, কোরআন পাঠ চলাকালীন চুপ থেকে তা মনোযোগ দিয়ে শোনা।

তাফসিরে কুরতুবির বর্ণনা মতে, এখানে মনোযোগ দিয়ে শোনার আদেশ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তাঁর বাণী অনুযায়ী পরিপূর্ণ আমলের প্রতি সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন। আর আয়াতের শেষাংশ অর্থাৎ 'যাতে তোমাদের প্রতি রহমত করা হয়' থেকে এ কথা বোঝা যায়, কোরআন রহমতস্বরূপ হওয়ার জন্য শর্ত হলো আদব রক্ষা করা। সুতরাং এর বিপরীত এ কথা স্পষ্ট যে যারা এর পরিপন্থী কাজ করবে, তারা সে রহমত থেকে বঞ্চিত হবে এবং গজবের উপযোগী হবে।

আলোচ্য আয়াতের শানেনুজুল

ওই আয়াত অবতীর্ণ হওয়ার শানেনুজুুল বা পটভুমি কী-এ নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা মতে, এই বিধান নামাজে কোরআন তিলাওয়াত শ্রবণের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, তাই এই বিধান নামাজের ভেতরেই সীমাবদ্ধ। কারো কারো বর্ণনা মতে, এই বিধান খুতবা চলাকালে কোরআন তিলাওয়াতের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তবে অধিকাংশ তাফসিরবিশারদের মতে, আয়াতটি কিছু বিশেষ অবস্থা ব্যতীত সর্বাবস্থার জন্যই প্রযোজ্য, চাই নামাজে তিলাওয়াত শ্রবণের ব্যাপারে হোক বা খুতবা চলাকালীন হোক বা এর বাইরেই হোক-সব অবস্থার জন্যই এ বিধান প্রযোজ্য।

মনোযোগ দিয়ে কোরআন শোনা ওয়াজিব

নামাজ ও খুতবা চলাকালে কোরআন তিলাওয়াত শ্রবণ করা ওয়াজিব। তবে এই দুই জায়গার বাইরেও কোরআন তিলাওয়াত শ্রবণ করা ওয়াজিব কি না এ ব্যাপারে ফকিহগণের মতামত হলো, যেখানে কোরআন শোনানোর জন্যই তিলাওয়াত করা হয়ে থাকে, সেখানে মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনা ওয়াজিব। আর যেখানে কেউ নিজেই তিলাওয়াত করছে বা অনেকেই নিজ নিজ তিলাওয়াত করছে, সেখানে চুপ থেকে মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব নয়। তবে এ ক্ষেত্রেও উত্তম হলো সেখানেও চুপ থেকে মনোযোগ দিয়ে তিলাওয়াত শোনা। এ জন্যই যেসব জায়গায় লোকজন ঘুমাচ্ছে বা নিজ নিজ কাজে ব্যস্ত, সেখানে উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করা উচিত নয়। কেননা এতে লোকজন তিলাওয়াত না শোনার কারণে প্রকারান্তরে কোরআন অবমাননা হয়ে থাকে।

যেখানে-সেখানে কোরআন তিলাওয়াত প্রসঙ্গ

উল্লিখিত বিধান দ্বারা এ কথা স্পষ্টভাবে বোঝা যায়, বর্তমানে যারা বাজারে-ঘাটে, যেখানে-সেখানে কোরআন তিলাওয়াত চালু করে দেয়, যেখানে কোনো শ্রবণকারী থাকে না, তারা অনুচিত কাজ করছে। অনুরূপ যারা রাতে মানুষের ঘুমের সময় মসজিদে লাউড স্পিকারে কোরআন তিলাওয়াত করে, যা শ্রবণ করার মতো কেউই থাকে না এবং তাতে ঘুমন্ত ব্যক্তিদের ঘুমের ব্যাঘাত হয়, এগুলো পরিহার করা অপরিহার্য। কেননা এরূপ ক্ষেত্রে অন্যরা মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত না শোনায় তার গুনাহ তিলাওয়াতকারীর ওপরই বর্তাবে।

মনোযোগসহ কোরআন শোনার ফজিলত

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শুনবে, তাকে কয়েক গুণ বেশি সওয়াব প্রদান করা হবে, আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, তা তার জন্য কেয়ামতের দিন আলো হয়ে উদ্ভাসিত হবে।' (মুসনাদে আহমদ, হাদিস : ৮৪৯৪)

(তাফসিরে মা'আরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে)
------------------------------------------------------------------------
❤️S U B S C R I B E❤️ and keep us in prayers

please like and share!

  / mostofa61  

   • #সূরা আল ওয়াক্বিয়া।অসাধারণ তিলাওয়াত।q...  

  / gmmunsi  

Комментарии

Информация по комментариям в разработке