ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট খোলার নিয়ম || How to Open a Rocket Account ||
স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটে একাউন্ট খুলবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ডাচ বাংলা ব্যাংকই সর্বপ্রথম আমাদের দেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। পরবর্তীতে এই সেবার নামকরণ করে রকেট। রকেটের পর দেশে বিকাশ, এমক্যাশ, টিক্যাশ, ইউক্যাশ, মাইক্যাশ, নগদ, ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিভিন্ন নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। এগুলির মধ্যে বিকাশ খুবই জনপ্রিয়তা লাভ করে কিন্তু বাকিগুলো তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। রকেট বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং সেবা দাতা প্রতিষ্ঠান। গ্রাহক বান্ধব বিভিন্ন পলিসী গ্রহণ করার কারণে এটি জনপ্রিয়তা অর্জন করে। ডাচ বাংলা ব্যাংকের রয়েছে দেশজুড়ে সুবিস্তৃত এটিএম নেটওয়ার্ক। যা ব্যবহার করে রকেটের গ্রাহকগণ সহজেই ক্যাশ উইথড্র করতে পারেন।
এছাড়াও রকেট ব্যবহার করে সহজেই যে কোন মোবাইল অপারেটরে টাকা রিচার্জ করা যায়। পল্লী বিদ্যুৎ সমিতির বিল দেওয়া যায়। রকেট একাউন্ট এবং ডাচ বাংলা ব্যাংকের একাউন্টের সাথে লিংক করে ব্যাংকের টাকা রকেটে এবং রকেটের টাকা ব্যাংকে ট্রান্সফার করা যায়। এছাড়াও রকেটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা এবং বাজার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কিনে তার পেমেন্ট করা যায়।
Relative tag: Rocket Acount Kulon Kub Sohogai, রকেট থেকে টাকা তোলার নিয়ম,রকেট ভাই নাটক,রকেট একাউন্ট পিন ভুলে গেলে,রকেট থেকে বিকাশে টাকা পাঠানো,রকেট থেকে মোবাইল রিচার্জ,রকেট একাউন্ট চেক,রকেট কিভাবে উড়ে,রকেট কিভাবে নামে,রকেট একাউন্ট খোলার নিয়ম,রকেট, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, rocket account open, ডাচ বাংলা, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট, ডাচ বাংলা ব্যাংক, ডাজ বাংলা ডাজ 2018, রকেট থেকে টাকা তোলার নিয়ম, ডাজ বাংলা ডাজ, রকেট একাউন্ট এর সুবিধা, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নতুন খুলার ভিডিও, ডাচ বাংলা ব্যাংক মোবাইল একাউন্ট খোলার নিয়ম, How do you make a rocket account, how to activate rocket account, tech master ariful,
Информация по комментариям в разработке