Documentary: Institute Of Marine Technology (IMT), Chandpur

Описание к видео Documentary: Institute Of Marine Technology (IMT), Chandpur

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), চাঁদপুর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়ন্ত্রনাধীন একটি প্রতিষ্ঠান।

২০১৫ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেরিন টেকনোলজি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন শিপবিল্ডিং টেকনোলজি এর ছাত্র ছাত্রীদের প্রথম ব্যাচ ভর্তি ও ক্লাস শুরুর মাধ্যমে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), চাঁদপুরের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বর্তমানে আইএমটি চাঁদপুরে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশা পাশি SEIP এর অধীনে ৪ টি স্বল্পমেয়াদী কোর্স ( ওয়েল্ডিং, মেশিন শপ প্র্যাক্টিস, ইলেক্ট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেন্যান্স ও গ্রাফিক ডিজাইন) এবং বিদেশগামী কর্মীদের জন্য ৩ দিনের প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স চালু রয়েছে।

আইএমটি চাঁদপুর স্থাপনের উদ্দেশ্যঃ

দেশ ও বিদেশে নৌপরিবহন সেক্টরের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করা, এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মেরিন ও শীপবিল্ডিং টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা। নৌপরিবহন খাতে দক্ষ জনবল গড়ে তোলা, দেশ-বিদেশে জাহাজ নির্মাণ শিল্পে চাকুরির ক্ষেত্রে পেশাজীবি/দক্ষ জনশক্তি গড়ে তোলা, সমুদ্রগামী মৎস্য ট্রলার এবং সাগরে তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানীগুলির জন্য চাহিদা মোতাবেক দক্ষ জনবল তৈরি করা সর্বোপরি দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী করা এবং বাংলাদেশের Blue Economy তে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

আইএমটি চাঁদপুরের অবকাঠামোঃ

আইএমটি চাঁদপুর এ একটি ছাত্রাবাস যেখানে প্রায় ৩০০ ছাত্রের আবাসন ব্যবস্থা আছে , একটি ছাত্রীনিবাস, একটি একাডেমিক ভবন যেখানে প্রতিষ্ঠানের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত একাডেমিক ভবনে একটি লাইব্রেরি, বিভিন্ন আধুনিক ল্যাব ও ওয়ার্কশপ যেমন ওয়েল্ডিং শপ, মেশিন শপ, আইসি ইঞ্জিন শপ, ইলেক্ট্রিক্যাল ল্যাব, কম্পিউটার ল্যাব, অটোক্যাড ল্যাব এবং সেইফটি এন্ড ফায়ার ফাইটিং ল্যাব আছে।

আইএমটি চাঁদপুরের ভবিষ্যত পরিকল্পনাঃ

দেশের ব্লু ইকোনমিতে অবদান রাখার জন্য বিভিন্ন স্বল্প মেয়াদী কোর্স (যেমন সেইফটি এন্ড ফায়ার ফাইটিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, মেরিন পাইপ ফিটিং, মেরিন ইঞ্জিন ফিটার ইত্যাদি), ছাত্র-ছাত্রীদের সিডিসি প্রাপ্তির জন্য বিভিন্ন Safety Familiarization Course বা Ancillary কোর্স করা, এবং অটোমেকানিক্স, ড্রাইভিং ইত্যাদি কোর্স চালু করা।

আইএমটি চাঁদপুরের ভিশনঃ

জাতীয় উন্নয়নের জন্য এ প্রতিষ্ঠানকে “আন্তর্জাতিক মেরিটাইম সেক্টর” এ একটি “মডেল মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠান” এবং Center of Excellence হিসেবে গড়ে তোলা।

আইএমটি চাঁদপুরের মিশনঃ

আন্তর্জাতিক মান বজায় রেখে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন সাধন করা।




Address: Islampur, Gastola(Dakatia River Bridge), Chandpur- 3600
Website: http://imtchandpur.gov.bd/
Mobile: 01711976709
Email: [email protected]
Facebook:   / imtc2015  

Комментарии

Информация по комментариям в разработке