মাওয়া ঘাটে পদ্মার🐠 ইলিশ, পাঙ্গাশ সাথে আরো যা যা থাকছে।

Описание к видео মাওয়া ঘাটে পদ্মার🐠 ইলিশ, পাঙ্গাশ সাথে আরো যা যা থাকছে।

মাওয়া ঘাটে পদ্মার🐠 ইলিশ, পাঙ্গাশ সাথে আরো যা যা থাকছে।

আমার চ্যানেলের অন্য ভিডিও লিংক দেয়া হল।

   • ঐতিহ্যবাহী পুরান ঢাকার বোখারী'তে 🔥🔥গর...  

   • ৩০০ ফিট নীলা বাজার, হাসের গোশত দিয়ে চ...  

   • মাত্র ৬০ টাকায়, ফারুক ভাই'র ভূনা খিচু...  

   • মিরপুরে ৫০ পদের ভর্তা, সাথে ১১ রকমের ...  

   • পুরান ঢাকার ঐতিহ্যবাহী লাচ্ছি 🔥🔥সাথে ...  

   • রাধিকা'য় আপনারা পাচ্ছেন হাসের লাল ভুন...  

Mawa Ghat
মাওয়া ফেরি ঘাট (Mawa Feri Ghat) পর্যটকদের জন্যে নদী ভ্রমণ এবং ইলিশ ভোজন এর জন্যে জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরি ঘাটের পাড়ে রয়েছে বেশকিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। মাওয়ার এই ফেরিঘাট সব সময় মেতে থাকে মেলার আমেজে।

Mawa Ferry Ghat is a popular place for tourists to travel on the river and eat hilsa. There are several food hotels on the banks of Mawa Ferry Ghat. Many people from different parts of the country come to Mawa Ghat to eat hilsa. In addition to hilsa, many other fresh fish species are available in the fish market here. This ferry ghat in Mawa is always in the mood of a fair.

ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মা পাড়ের এই মাওয়া ফেরি ঘাট হতে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিশেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রুপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে আছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোঁয়া উঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব! আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে ১৫০ টাকা ভাড়ায় স্পীড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন।

যুগ যুগ ধরেই মাওয়া ঘাটের (Mawa Feri Ghat) ইলিশের চাহিদা সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা। এই বিশাল চাহিদা পূরণে মাওয়া ঘাটের পাড়ে গড়ে ওঠেছে ছোট-বড় হোটেল। রয়েছে মৌসুমি ফলসহ অন্যান্য পণ্যের বিশাল সমারোহের দোকান। এছাড়াও রয়েছে খণ্ড-খণ্ড মাছের বাজার। এ মাছের বাজার গুলোতে বিক্রি হচ্ছে পদ্মা নদীর তাজা ইলিশ সহ ছোট-বড় মাছ। চাহিদাও ব্যাপক।

ঢাকার খুব কাছে হওয়ার কারনে একদিনে ঘুরে আসতে পারবেন পদ্মা ঘাট থেকে আর দুপুরে পদ্মা ঘাটে বসে ধোয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ভাজা ইলিশ দিয়ে ভুড়ি ভোজ করুন। চাইলে স্পীডবোটে করে ওপার যেতে পারেন। ওখানেও ভালো কিছু খাবার হোটেল হয়েছে। সন্ধ্যার পরে ফেরিতে ফিরতে পারেন। ফেরির তিন তলা থেকে রাতের পদ্মা অপার্থিব লাগবে।

Комментарии

Информация по комментариям в разработке