যীশুর পুনরুত্থান (The Resurrection of Jesus)
1 বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধি-দ্রব্য ক্রয় করে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপনa করতে পারেন। 2 সপ্তাহের প্রথম দিন, অতি প্রত্যুষে, সূর্যোদয়ের অব্যবহিত পরেই তাঁরা সমাধির পথে যাচ্ছিলেন। 3 তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “সমাধির প্রবেশ-মুখ থেকে কে পাথরখানা সরাবে?”
4 কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তারা দেখলেন যে, অতি বিশাল সেই পাথরখানা সরানো হয়েছে। 5 সমাধি মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, শুভ্র বসন পরিহিত এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা ভীষণ ভয় পেলেন।
6 তিনি বললেন, “তোমরা ভয় পেয়ো না। তোমরা তো নাসরতীয় যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন, তিনি উত্থিত হয়েছেন। তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান, যেখানে তাঁর শব রাখা হয়েছিল। 7 কিন্তু তোমরা যাও, গিয়ে তাঁর শিষ্যদের ও পিতরকেও বলো, ‘তিনি তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। সেখানে তোমরা তাঁর দর্শন পাবে, যেমন তিনি তোমাদের বলেছিলেন।’ ”
8 ভীতকম্পিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেই নারীরা বাইরে গিয়ে সেই সমাধি-স্থল থেকে পালিয়ে গেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন বলে কাউকে কিছু বললেন না।
9 bসপ্তাহের প্রথম দিনে প্রত্যুষে যীশু সমাধি থেকে উত্থিত হয়ে প্রথমে মাগ্দালাবাসী মরিয়মকে দর্শন দেন, যাঁর মধ্য থেকে তিনি সাতটি ভূত বিতাড়িত করেছিলেন। 10 তিনি গিয়ে যাঁরা যীশুর সঙ্গে ছিলেন এবং ক্রন্দন ও বিলাপ করছিলেন, তাঁদের কাছে সেই সংবাদ দিলেন। 11 তাঁরা যখন শুনলেন যে, যীশু জীবিত আছেন ও মরিয়ম তাঁকে দর্শন করেছেন, তাঁরা সেকথা বিশ্বাস করলেন না।
12 এরপর যীশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তাঁরা পদব্রজে একটি গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। 13 তাঁরাও ফিরে এসে অন্য সবার কাছে সেকথা বললেন, কিন্তু তাঁরা তাদের কথাও বিশ্বাস করলেন না।
14 পরে এগারোজন শিষ্য যখন আহার করছিলেন, যীশু তাঁদের কাছে আবির্ভূত হলেন, তাঁদের বিশ্বাসের অভাব দেখে ও পুনরুত্থানের পরে যাঁরা তাঁকে দেখেছিলেন, তাঁদের কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি না-হওয়াতে তিনি তাঁদের তিরস্কার করলেন।
15 তিনি তাঁদের বললেন, “তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। 16 যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, তার দণ্ডাদেশ করা হবে। 17 আর যারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে: তারা আমার নামে ভূতদের বিতাড়িত করবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, 18 তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে, আর তারা সুস্থ হবে।”
19 তাঁদের সঙ্গে প্রভু যীশুর কথা বলা শেষ হওয়ার পর, তাঁকে স্বর্গে তুলে নেওয়া হল, আর তিনি ঈশ্বরের ডানদিকে গিয়ে উপবেশন করলেন। 20 তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র প্রচার করতে লাগলেন। আর প্রভু তাঁদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে কৃত বহু চিহ্নকর্মের মাধ্যমে তাঁর বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।
মার্ক 16:1-20 (Mark 16:1-20)
মার্ক লিখিত সুসমাচার (Gospel of Mark)
বাংলা সুসমাচার ফিল্ম (Bengali Gospel Films)
For full video, download app from https://bengalibib.app.link/ or watch online at https://live.bible.is/bible/BENLPF/MRK/1
Video Courtesy : LUMO Project (www.lumoproject.com)
Text Courtesy : The Holy Bible, Bengali Contemporary Version (পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ) Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide.
শাস্ত্র উদ্ধৃতিগুলি পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ থেকে নেওয়া হয়েছে © 2007, 2017, 2019 Biblica, Inc.® Biblica, Inc.® থেকে প্রাপ্ত অনুমতি দ্বারা ব্যবহৃত। বিশ্বব্যাপী গ্রন্থস্বত্ব সংরক্ষিত।
#BengaliGospelFilms #GospelFilms #GospelOfMark
#LUMO #FaithComesByHearing #FCBH
Информация по комментариям в разработке