রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪

Описание к видео রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪

রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪


আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র।

২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট।

শুভ সংখ্যা ঃ ২,১১,২০,২৯।

শুভ বার ঃ শনি ও সোম।

শুভ রতœ ঃ নীলা ও মুক্তা।


আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ আপনার জন্য সাদা ও নীল বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।


জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ মূহুর্ত সকাল: ৭:৩৫-৯:৪৩ দুপুর: ১২:৩১-৩:১৪, বিকাল: ৪:০৬-৪:৪৯, রাত: ৮:২২-৯:৫৮, ১২:৩৯-২:২৫, ৩:১৯-৬:৫২এর মধ্যে।


আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে, রাত: ১২:১৪ থেকে ধনু রাশিতে অবস্থান করবে। তিথি বিবেচনায় রাত: ৪:১৭ পর্যন্ত ১৪শী তিথি পরে অমাবস্যা তিথি চলবে।



মেষ রাশি (২১মার্চ - ২০এপ্রিল) ঃ দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার। আয় রোজগারে উন্নতি হবে। পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন। পুরোন ঋণের জটিলতা মোটাতে হবে। দূরের যাত্রায় সতর্কতা প্রয়োজন।



বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী কাজে উন্নতির আশা। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক কাজে খুব সতর্ক হতে হবে।



মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ কাজের কর্মে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর সাহায্য পাবেন। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। নিজের রাগ জেদ ও অভিমান বাদ দিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে কিছু ঝামেলা মোকাবেলা করতে পারেন।




কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আজ সন্তান বিষয়ে খুব নজর দিতে হবে। প্রেম ভালোবাসায় সফলতার দিন। সৃজনশীল কাজে সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে মেধা দিয়েই মোকাবেলা করতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের জন্য সম্মানিত হওয়ার আশা।



সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট) ঃ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে জটিলতা দেখা দেবে। ব্যবসায়ীক কাজে আত্মীয়দের সাহায্য লাভের আশা। কর্ম ক্ষেত্রে প্রত্যাশা পূরণে বাধা।



কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) ঃ সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতির আশা। ব্যবসায়ীক কাজে ভাই বোনের সাহায্য পাবেন। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ই কমার্স ব্যবসায় সতর্ক হতে হবে।



তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) ঃ আজকের দিনটি খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। সাংসারিক কাজে কিছু জটিলতা দেখা দেবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় সফলতার দিন। সঞ্চয়ে অগ্রগতির আশা।



বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) ঃ আজ কাজে কর্মে উন্নতির আশা। ব্যবসায়ীক কাজে আজ উন্নতি হবে। মানসিক অস্থিরতা ও অমনযোগিতার কারনে কাজে ভুল হতে পারে। সংসারের কোনো জটিলতায় জীবন সাথীর সাহায্য পাবেন।



ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ আজ বৈদেশিক কাজে উন্নতির আশা। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার যোগ। প্রবাসীদের আয় রোজগারে উন্নতি হবে। সাংসারিক ব্যয় আজ বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে।



মকর রাশি (২১ ডিসেম্বর - ২০জানুয়ারি) ঃ বড় ভাই বোনের সাথে ঝামেলা দেখা দেবে। চাকরিজীবীদের ভালো আয় রোজগার হবে। গৃহস্থালী কাজে বড় বোনের সাথে জটিলতা। বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে।




কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ফেব্রুয়ারি) ঃ কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। পদস্ত ব্যক্তির সাথে জটিলতা দেখা দেবে। চাকরিজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময়। পিাতর সাথে মতানৈক্য এড়িয়ে চলতে হবে।



মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ আয় রোজগারের জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। বিদ্যার্থীরা ভালো কোনো ফল পেতে পারেন। বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ে গবেষণায় উন্নতির আশা।

Комментарии

Информация по комментариям в разработке