মন তুই নিজের কথা ভাবলেনা ভাব সাগরে ডুব দিলেনা/ কারী আমির উদ্দিন /

Описание к видео মন তুই নিজের কথা ভাবলেনা ভাব সাগরে ডুব দিলেনা/ কারী আমির উদ্দিন /

নওশাদগীতি

মন তুই নিজের কথা ভাবলেনা
ভাব সাগরে ডুব দিলে না
ভাবেতে ভাব লাগাইয়া ভাবের রসে মজলে না //

ভাবুক দেখে ভাবুকের ঠাঁই
মনের কথা কইলে না
ভাবের রসে রস মিশাইয়া
প্রেম শুধা পান করলে না //

প্রেম বাজারে প্রেমের মানুষ
খুঁজিয়া কেনে দেখলে না
তার কাছেতে ভাবের কথা
খুলিয়া কেনে কইলে না //

ভাবের ফকির ভাবে চলে
স্বভাবে তার নমুনা
ভাবের মাঝে ভাব লাগাইয়া
আর কেউয়ের ধার ধারে না //

নওশাদ আলম ভালো বাসে
এই ভবের বালাখানা
আইলে সমন করবে গমন
কুনদিন আসবে জানিনা //

কথা নওশাদ আলম
সুর কারী আমির উদ্দিন

গ৩৭/১প৩৬/২প৪০

Комментарии

Информация по комментариям в разработке