[2021V35] স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রাপ্তি।। স্টাম্প বিক্রির কমিশন কত

Описание к видео [2021V35] স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রাপ্তি।। স্টাম্প বিক্রির কমিশন কত

fb new page   / satkahonofficial  
fb new group   / 194240665849239   satkahon #stamp#স্টাম্প_ভেন্ডার#স্টাম্প
স্টাম্প ভেন্ডের লাইসেন্স প্রাপ্তির নিয়মাবলী
• জেলা প্রশাসক বরাবরা আবেদন করতে হবে;
• লিখিত আবেদন পত্রে ২০ টাকার কোর্ট ফি লাগাতে হবে;
• আবেদন পত্রের সাথে ব্যাংক সেল্ভেন্সি সাটিফিকেট লাগাতে হবে ;
• আইডি কার্ড এবং ৩ কপি ছবি লাগাতে হবে ;
• দোকান ভাড়ার চুক্তিপত্র লাগবে ;
• লাইসেন্স মঞ্জুর হলে ৭৫০ টাকার ট্রেজারি চালান এবং ১৫% ভ্যাটের পৃথক ট্রেজারি চালান জমা দিয়ে তার কপি সংযুক্ত করতে হবে ;
• লাইসেন্সের মেয়াদ এক বছর মাত্র ।
লাইসেন্স নবায়ন
• প্রতি বছর ২০ টাকার কোর্ট ফি দিয়ে নবায়নের আবেদন করতে হবে ;
• নবায়ন ফি ৫০০ টাকা এবং ভ্যাট ১৫% ট্রেজারি চালান করে জমা দিতে হবে ।
কত টাকার স্টাম্প বিক্রি করতে পারে
স্টাম্প ভেন্ডার ১২০০ টাকা পযর্ন্ত নন –জুডিশিয়াল এবং ৩০০ টাকা প যর্ন্ত জুডিশিয়াল স্টাম্প বিক্রি করতে পারে ,
স্টাম্প ভেন্ডারের কমিশন কত
• স্টাম্প হায়ার ভ্যালু এবং লোয়ার ভ্যালু হিসাব করে কমিশন দেয়া হয়।
• ৭৫ টাকার উপরের স্টাম্পকে হায়ার ভ্যালু এবং এর নিচের স্টাম্পকে লোয়ার ভ্যালুর স্টাম্প বলে।
• জেলা শহরের হলে হায়ারভ্যালুতে ১.৫ টাকা এবং উপজেলায় ২ টাকা আর লোয়ার ভ্যালুতে জেলা শহরে ৩,৬৫ টাকা এবং উপজেলায় ৪.৬৯ টাকা কমিশন দেয়া হয়
জুডিশিয়াল স্টাম্পে কমিশন
• এক টাকার জন্য .৯১%
• ২-২০ টাকার জন্য .৭৮%
• এবং এর বেশি হলে .৫% কমিশন দেয়া হয়

Комментарии

Информация по комментариям в разработке