মহাবিশ্বে আমরা কি একা ? আদ্যোপান্ত | Are we alone In The Universe? Adyopanto

Описание к видео মহাবিশ্বে আমরা কি একা ? আদ্যোপান্ত | Are we alone In The Universe? Adyopanto

মহাবিশ্বে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে কি না, এই বিষয়ে বিতর্কের শেষ নেই কোন। মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই মহাকাশের রহস্যময় বস্তুগুলো এই বিতর্কের খোরাক যুগিয়েছে। প্রথম দশ হাজার বছর মানুষ ভাবতো, পৃথিবীটা পুরোপুরি সমতল, এবং মহাকাশের গ্রহ, নক্ষত্রগুলো আসলে সেই সমতল পৃথিবীর কাঁচসদৃশ ছাদে ঝুলে থাকা আলোর বাতি।

এরপর এখন থেকে প্রায় আড়াই হাজার বছর আগে পৃথিবীর সঠিক আকার নির্ণয়ে সক্ষম হয় মানুষ। তবে তারপরেও আরো প্রায় দুই হাজার বছর মানুষের ধারণা ছিল চাঁদ, সূর্য এবং শুক্র বা মঙ্গলের মত গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। শেষ পর্যন্ত গ্যালিলিও এবং ইয়োহান কেপলারের মত বিজ্ঞানীরা সৌরজগতের সঠিক কাঠামো নির্ণয় করেন। আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এই ধারণাটি বর্তমানে বহুল প্রচলিত হলেও, ঐ সময় এই বিজ্ঞানীদের এ জন্য প্রচুর সামজিক এবং রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছিল।

এরপর গত শতকের শুরুতেও মানুষের ধারণা ছিল, আমাদের মিল্কি ওয়ে ছায়াপথটিই মহাবিশ্বের একমাত্র গ্যালাক্সি। এভাবে সময়ের সাথে সাথে মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি যত বেড়েছে ততই বেড়েছে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল এবং গবেষণা।

সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তর আজকের আয়োজনে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে এমন কিছু কৌতূহল, গবেষণা এবং সম্ভাবনার কথাই জানাবো।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке