চাতক স্বভাব না হলে। লালন।

Описание к видео চাতক স্বভাব না হলে। লালন।

Vocal & Ukelele : Brojo Gopal
Percussion : Shovon Chakraborty
Guitar and Arrangement : Shihab Uddin
Shot by : Gourab Bhowmick
Technical Support : Tirtho Mondol

Lyric :

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
তবু অন্য বারি খায় না তারা
ও তবু অন্য বারি খায় না তারা
ও মেঘের জল বিনে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
ও ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি
ও মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে
চাতক স্বভাব না হলে

#banglagaan #lalon #cover #folk #baul_gaan

Комментарии

Информация по комментариям в разработке