1 Day Tour in Iraboti Eco Resort | Iraboti Eco Resort | Karamjal Sundarbans

Описание к видео 1 Day Tour in Iraboti Eco Resort | Iraboti Eco Resort | Karamjal Sundarbans

ইরাবতী রিসোর্টটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট যেখানে রিসোর্টের চারিপাশে গোলপাতা গাছের দেখা মিলবে। বেত, বাশ এবং গোলপাতা দিয়েই পুরো রিসোর্টটা সাজানো। রিসোর্টে আছে প্রায় ১০ টা মত রুম এবং আছে একটা বড় ডরমেটরি যেখানে প্রায় ১০-১২ জন থাকতে পারবেন। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে আপনি পাবেন দেশি খাবারের সমারহ। পাবেন দেশি মুরগী, হাস, রাজ হাস, কোরাল মাছ, নদীর বিভিন্ন মাছ, বিভিন্ন রকম ভর্তা সহ নানা পদের খাবার। আছে বারবিকিউ করার সুযোগ ও।

ইরাবতী রিসোর্ট একদম সুন্দরবনের কোল ঘেষে তৈরি করা হয়েছে। যার ফলে সারা দিন রাত আপনি সামনের বিশাল বারান্দাতে বসে সুন্দর এবং ঢাংমারী খালের জোয়ার ভাটা উপভোগ করতে পারবেন। আর মাঝে মাঝে বৃষ্টিতে প্রিয় কোন মানুষকে নিয়ে এমন সুন্দর যায়গায় দোলনায় দোল খেতে পারেন। নিজস্ব নৌকা এবং মাঝির ব্যবস্থা আছে ইরাবতী রিসোর্টে, আপনার মন চাইলে ক্যানেল ক্রুজিং করতে পারবেন যখন ইচ্ছা তখন।


এতো সুন্দর করে বনের ভেতর সাজানো গোছানো ফিটফাট রিসোর্টে থাকতে আসলে খরচ কেমন হবে এমন চিন্তা হতেই পারে আপনাদের।

ইরাবতী রিসোর্টে কাপল রুম ভাড়া ৩৫০০-৪০০০ টাকা, চারজনের রুম ভাড়া ৪০০০ টাকা এবং ডরমেটরী হচ্ছে ৫০০০ টাকা।
তবে মংলা টু ইরাবতী ট্রলার খরচ নিজেদের বহন করতে হবে।

আর যদি আপনি তাদের প্যাকেজে আসেন তাহলে যেসব সুযোগ সুবিধা থাকছে তা হলো
১. ৩ বেলা খাবার
২. ক্যানাল ক্রুজিং এবং করমজল ঘুরানো
৩. মংলা টু ইরাবতী ট্রলার ভাড়া
৪. ১ রাত থাকা

আমার কাছে এই প্যাকেজটা ইরাবতী ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট মনে হয়েছে এতে খাওয়া দাওয়া বা কোন কিছু নিয়েই তেমন চিন্তা করতে হবে না।

প্যাকেজ কাপলদের জন্য ৩৮৫০ টাকা জনপ্রতি এবং ৪ জনের জন্য ২৬৫০ টাকা জনপ্রতি।

Total cost breakdown:
Hotel 19200
Fish 1440 (Excluding their food items)
Transport 210
Food 635 (Excluding their food items)
Muri party 170 (Excluding their food items)
Transport 950

Комментарии

Информация по комментариям в разработке