বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,গাজিপুর, বোর্ড বাজার || Bangladesh Open University || Rowsan Ara

Описание к видео বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,গাজিপুর, বোর্ড বাজার || Bangladesh Open University || Rowsan Ara

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংসদ কতৃক প্রনিত আইন অনুযায়ী ১৯৯২ সালের ২০ অক্টোবরে এর জন্ম এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বহুমুখী শিক্ষা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৃজন চর্চা ও বিকাশকে আরও বেশি গণমুখী ও জীবন ঘনিষ্ঠ করে দেশের পরত্যানত অঞ্চলে পৌঁছে দেয়ার মাধ্যমে একটি সুশিক্ষিত ও আত্ম নির্ভরশীল জাতি গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশেষ ভাবে প্রতিশ্রুতি বদ্ধ ঢাকা শহরের উত্তরে গাজিপুর জেলার বোর্ড বাজারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুল ক্যামপাস অবস্থিত এখানে বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামি অধ্যায়ন রাষ্ট্র বিগগান সমাজতত্ত্ব ইত্যাদি বিষয়ে ভর্তি হওয়া যায় এছাড়াও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য এবং অর্থনীতি আইন নিয়েও এখানে পড়া যায় তবে এই বিষয়ের ক্লাস শুধু মাএ বিশ্ববিদ্যালয়ের ঢাকা আনচলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দারা মূল্যায়িত হয়ে থাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এনং জেনারেলের সার্টিফিকেটের মানের কোন পাথক্য নাই একদম সমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি তে যে কোন বয়সের লোক পড়াশোনা করে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তারা অবশ্যই যেকোন সিকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইস এস সি বা সমমানের পরিকখায় পাশ করতে হবে এবং যেখান থেকে তিনি পাশ করেছেন সে প্রতিষ্ঠান অবশ্যই সরকার কতৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে, ধন্যবাদ।





#bangladeshopenuniversity #rowsanara

Комментарии

Информация по комментариям в разработке