ইউটিউব ভিলেজে খাবার ও আনন্দ দুটোই ফ্রি | Youtube Village Khoksha, Kushtia | ইউটিউব পার্ক | Youtube Park
অবাক হওয়ার মতো বিষয় বটে। একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য। তার নামটাই হয়ে গেল ইউটিউব ভিলেজ! সেটা আবার আমাদের দেশেই, কুষ্টিয়ায়। ইউটিউব ভিলেজে এলে তাজ্জব বানিয়ে দেয়। জায়গাটা ঘুরে আসতে পারেন যেকোনো ছুটির দিন।
ইউটিউব ভিলেজ দেখতে যেতে হবে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। এখানেও বিস্মিত হয়ে যাবেন। গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও ২০১৬ সালের পর এরই নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্যবর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ-কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া-সুনিবিড় পরিবেশ ভ্রমণপ্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে।
#Tags:
শিমুলিয়া ইউটিউব ভিলেজ, ইউটিউব ভিলেজ কুষ্টিয়া, ইউটিউব ভিলেজ, ইউটিউব ভিলেজ পার্ক, ইউটিউব ভিলেজ ভ্রমণ, ইউটিউব ভিলেজ খোকসা, ঘুরে এলাম ইউটিউব ভিলেজ, ইউটিউব ভিলেজ কুসটিয়া, ইউটিউব ভিলেজ বাংলাদেশ, ইউটিউব ভিলেজ পরিদর্শন, বাংলাদেশ ইউটিউব ভিলেজ, কুষ্টিয়া ইউটিউব ভিলেজ, ইউটিউব ভিলেজ ফ্রি খাওয়া, গ্রামের নাম ইউটিউব ভিলেজ, কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ, ইউটিউব ভিলেজে কি কি আছে, কী আছে ইউটিউব ভিলেজ পার্কে, ইউটিউব ভিলেজ পার্ক পরিদর্শন, ইউটিউব ভিলেজ পার্ক কুষ্টিয়া, কুষ্টিয়া ইউটিউব ভিলেজ পার্ক, ইউটিউব ভিলেজ পার্ক শিমুলিয়া ইউটিউব পার্ক, খোকসার ইউটিউব পার্ক, ইউটিউব পার্ক লোকেশন, ইউটিউব ভিলেজ পার্ক, ইউটিউব গ্রাম পার্ক, শিমুলিয়া ইউটিউব পার্ক, ইউটিউব পার্ক কুষ্টিয়া, ইউটিউব পার্ক শিমুলিয়া, কি কি আছে ইউটিউব পার্কে, ইউটিউব ভিলেজ পার্ক পরিদর্শন, কী আছে ইউটিউব ভিলেজ পার্কে, ইউটিউব ভিলেজ পার্ক কুষ্টিয়া, ইউটিউব ভিলেজ পার্ক শিমুলিয়া, ইউটিউব গ্রাম পার্ক শিমুলিয়া, কুষ্টিয়া ইউটিউব ভিলেজ পার্ক, শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক, কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ পার্ক, খোকসা শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক, ইউটিউব
Информация по комментариям в разработке