প্রত্যেক মুমিনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। যে কেউই আল্লাহর ভালোবাসা পেতে পারেন যদি জীবনে কে কয়েকটি ধাপে সাজিয়ে নিতে পারেন।
ধাপ ১: আপনার ইমানকে মজবুত করুন। ছোট হোক বা বড়—সব শিরককে না বলুন। আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবেন না, সাহায্য চাইবেন কেবল তাঁর কাছেই। তিনিই সকল ক্ষমতার মালিক।
ধাপ ২: সালাতের প্রতি অটল থাকুন ৫ ওয়াক্ত নামাজ পড়া যেন জীবনের অপরিহার্য অংশ হয়ে যায়। সাথে ১২ রাকাত সুন্নত নামাজ (ফজরের আগে ২ রাকাত, যোহরের আগে ৪ রাকাত ও পরে ২ রাকাত এবং মাগরিবের পরে ২ রাকাত ও এশার পরে ২ রাকাত নামাজ।) নিয়মিত পড়বেই কোনোভাবেই ছাড়বেন না।
ধাপ ৩: হারাম থেকে নিজেকে দূরে রাখুন
গান, মুভি, নাটক, খারাপ যা আছে –এইসব হারাম জিনিস থেকে বেরিয়ে আসুন। হারামে ডুবে থাকলে আপনার ইবাদত কবুলে বাঁধা সৃষ্টি হতে পারে।
ধাপ ৪: নিজের জীবানকে শুদ্ধ করুন
গীবত, পরনিন্দা, অহংকার, হিংসা—এই ৩টি আত্মার বিষ। মনে রাখবেন: আপনি তাহাজ্জুদ পড়লেন, কিন্তু গীবত করলেন—আপনার তাহাজ্জুদের সওয়াব ঐ ব্যক্তির আমলে চলে গেল যার সম্পর্কে আপনি গীবত করেছেন। তাই মুখের হেফাজত করুন, বেশি বেশি ইস্তিগফার
পড়ুন।
ধাপ ৫:উত্তম সঙ্গী বাছাই করুন।আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দে, তাদের থেকে সাময়িক দূরত্ব রাখুন। একাকীত্বে সময় কাটান, মৃত্যু নিয়ে ভাবুন, সিজদা দীর্ঘ করুন —তাতেই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে ইন শা আল্লাহ্।
ধাপ ৬: কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরী করুন।প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত কুরআন তিলাওয়াত করুন। সাথে অর্থ বুঝে পড়ুন। কুরআনের আলোয় আপনার জীবনের অন্ধকার দূর হবে।
ধাপ ৭: নারীদের জন্য বিশেষ পরামর্শ আল্লাহর হুকুম অনুযায়ী পর্দা করুন। গায়রে মাহরামের সামনে যাওয়া, সুন্দর কণ্ঠে কথা বলা—সবই পর্দার পরিপন্থী।
ধাপ ৮: ফিতনা থেকে মোবাইলকে মুক্ত করুন আজই ডিলিট করে দিন গান, সিনেমা, মুভি—যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে।
ধাপ ৯: আজানের জবাব দিন প্রতিদিন ৫ বার আজানের জবাব দিন। মাত্র ত্র ২/৩ মিনিট, কিন্তু এর ফজিলত অগণিত। এরপর দোয়া করুন।কারণ আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়।
ধাপ ১০: প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার করে পড়ুন:সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহ,আস্তাগফিরুল্লাহ
সুবহানাল্লহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম,লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এবং দরূদ শরীফ।এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য।
ধাপ ১১: তাহাজ্জুদের প্রস্তুতি নিন।এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়ুন। তাহাজ্জুদ ও ফজরের জন্য নিয়ত করুন। ঠিক সময়ে জেগে উঠবেন ইন শা আল্লাহ।এ সময় আপনার রবের সাথে সম্পর্ক সবচেয়ে গভীর হয়।
ধাপ ১২: প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার পড়ুন:সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া।
ধাপ ১৩: সকাল ও সন্ধ্যার যিকিরে দিন শুরু ও শেষ করুন
ধাপ ১৪: রাতের আমলে নিজেকে সাজান দিন শেষে, ঘুমানোর আগে হৃদয়কে আল্লাহর দিকে ফেরান।
ধাপ ১৫: ইস্তেগফার ও দরুদ কে অভ্যাসে পরিণত করুন যত ইচ্ছা পড়ুন (১০০/২০০/১০০০) বার।
আল্লাহকে পেতে হলে—নিজেকে বদলাতে হবে ধাপে ধাপে।এগুলি কঠিন কিছু নয়। কালকে নয় আজই শুরু করুন।আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন।
Islamic, ইসলামিক, islamic video, ইসলামিক ভিডিও, islamic bangla video, ইসলামিক বাংলা ভিডিও, viral, ভাইরাল, viral video, viral reel, viral reel video, viral islamic video, ভাইরাল ইসলামিক ভিডিও, মনের আশা পূরণের আমল, moner asha puroner amal, তাড়াতাড়ি ধনী হওয়ার আমল, ratarati dhoni howar amal, কুরআন, quran, হাদিস, hadith, ভাইরাল সকল আমল, দুশ্চিন্তা পেরেশানি বিপদ থেকে বাঁচার আমল, bipod apod theke beche takar amal, ভালোবাসা বৃদ্ধির আমল, আল্লাহ কে খুশি করার আমল,
#viralislamicvideo #islamicbanglavideo #islamicvideo #viralvideo
Информация по комментариям в разработке