পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই। কেমন পূজারী আমি সংসারে। pir puja kora jodi kafer

Описание к видео পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই। কেমন পূজারী আমি সংসারে। pir puja kora jodi kafer

বাবা জাহাঙ্গীর এর লিখিত বই সমূহ ও মুল্য তালিকাঃ
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা)
১১।গান বাজনার দলিল (৬০টাকা)
১২।ফকিরির আসল কথা (৬০টাকা)
১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা)
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা)
১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা)
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা)
২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা)

২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা)
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা)
২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা)
২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা)
২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা)
২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)

এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।
৩০ মিনিটের ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি।বিশ্বাস করুন অনেক অজানা বিষয় জানতে পারবেন।

বই পড়ে ভালো না লাগলে আপনার সম্পুর্ন টাকা ফেরত দেওয়া হবে।

পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই। কেমন পূজারী আমি সংসারে। pir puja kora jodi kafer
পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে,

পীর পূজা করেই যদি কাফের ফতোয়া না পাই,

তবে কেমন পূজারি আমি সংসারে।।



পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে,

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে?



পীর পূজা যদি হয় হউক শেরেকী,

জেনে নাও আমি পীর পুজারী।

এ শেরেকী জিন্দেগি আমার,

এ শেরেকী বন্দেগি আমার।

এ শেরেকী ধর্ম শুধু মোর,

বাসনা যে এল মোর চিরতরে।



গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



গুরু বিনা কোন এবাদতের,

নেই প্রয়োজন এজীবনে তে।

পরোয়া করি না দুযখের ভয়,

গুরু যদি মোর থাকে সাথে।

তুচ্ছ বেহেস্ত থাক পড়ে থাক,

চাই না ওখানে ভুলেও যেতে।

আমি চাই আমার গুরুর কদম,

তার গোলাম হতে চাই চিরতরে।



গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কেমনে।



সূরা মোজ্জাম্মেলে স্বয়ং খোদা কয়,

ফাত্তাখেযু ওয়াকিলা দেখ রয়।

মানে হাকিমের কাছে যেতে চাও?

শক্ত হাতে উকিল ধরে নাও।

এবং আরও কাহাফ সূরায়,

বলে বদনসি বিতারা এ ধরায়।

ওলিয়ে মোর্শেদ যে নাহি পায়,

বৃথা সাধন ভজন সংসারে।



গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে,

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কেমনে।



পাথর সুড়কি বালু দিয়ে যে কাবা গড়া,

বৃথা নয় কি তারে সেজদা করা?

পাথরের কি এতই শক্তি,

চুমা দিলে তারে পাবে মুক্তি?

কাবায় খলিলে যদি খোদা পেত,

রসূল হেরাগুহায় না যেত।

হেরাগুহা কাবার উর্ধে নিশ্চই,

নইলে গুহায় গেলেন কেন কাবা ছেড়ে।



গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।

পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



খালাক্ব আদম আলা ছুরাতিহি,

আরও দেখনা ফেখতুহেমিল্লুহি।

আমাকে পেতে হলে উছিলা ধর,

কোরানপাকে তাই বলেন এলাহি।

মোমিনের কাল্বব আমার আরশ,

মোমিনের দিল কাবায়ে হুজরি।

তাই জেন্ত দিল কাবাকে সেজদা করি,

সেজদা করি আমি নত শিরে।



গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,

পীর পূজারি হবো কি করে।



যার পীর নাই তার পীর হলো শয়তান,

খাজায় খাজেগান কালামে ফরমান।

উছিলা ছাড়া যদি খোদা না পাওয়া যায়,

যদি হাজার এবাদত খোদা না সাড়া দেয়।

তবে খোদার উর্ধে গুরু মহসিনে তাই কয়,

গুরু তোমার পুজারি বানাও আমারে।



পীর পূজা করে যদি কাফের হতে হয়,

তো সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে
ফকিরনি দরবার শরীফ
বাবা জাহাঙ্গীর
কালান্দার বাবা জাহাঙ্গীর
সুফিবাদ প্রকাশনালয়
সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ
মারেফতের গোপন রহস্য
মারেফতের কথা
qalandar baba jahangir
সুফি গান
কাবা
হেরা গুহা
মহানবী
গানের কথা
sufi song
lyric
দোযখ
বেহেশত
আল্লাহ

পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই। কেমন পূজারী আমি সংসারে। pir puja kora jodi kafer
fakirni darbar sharif
fokirni dorbar sorif
#baba_jahangir
#BabaJahangir

Комментарии

Информация по комментариям в разработке