ভয়াবহ মহামারী প্লেগের ইতিহাস । মহামারী। প্লেগ।

Описание к видео ভয়াবহ মহামারী প্লেগের ইতিহাস । মহামারী। প্লেগ।

১২২৭ খৃষ্টাব্দ থেকে ১২৪১ খৃষ্টাব্দ পর্যন্ত নবম গ্রেগরি যখন ভ্যাটিকান সিটির পোপ ছিলেন, তখন তিনি একটি আদেশ জারী করেছিলেন। তাঁর মৃত্যুর আগ পর্যন্ত বলবত থাকা আদেশে তিনি সমস্ত বিড়াল মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, শয়তানের সাথে বা তাদের উপাসকদের সাথে বিড়াল কোন না কোনভাবে জড়িত। তাই তিনি তাদের নির্মূল ও নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর যেখানেই বিড়াল দেখতে পাওয়া যেত, সেখানেই বিড়াল মেরে ফেলা হতো। এতে বিড়ালের বিশাল ঘাটতির কারণে ইঁদুরের জনসংখ্যা অভাবনীয়ভাবে বেড়ে যেতে থেকে।

এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে, বিড়ালদের এই নির্মূলকরণ, যা ইঁদুরের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধির দিকে পরিচালিত করেছিল। এবং এর ভয়াবহ পরিনাম খুব শিঘ্রই মানব জাতির জন্য অপেক্ষা করছিল। সেই সাথে ইতিহাসের অন্যতম মানবিক ও ধ্বংসাত্মক মুহুর্ত সৃষ্টি করেছিল। দ্য ব্ল্যাক ডেথ (প্লেগ) ১৩০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপ এবং এশিয়াকে একপ্রকার বিধ্বস্ত করে দিয়েছিল। কারন প্লেগের প্রত্যক্ষ বাহক ছিল ইঁদুর। সে সময় এই দুটি মহাদেশে প্লেগ ব্যাপক ধ্বংস লীলা চালিয়ে প্রায় ২০ কোটির বেশি মানুষকে হত্যা করে। অনেক ঐতিহাসিক মনে করেন, পোপের কারনেই প্লেগের মতো ভয়াবহ বিপর্যয় পৃথিবীতে নেমে এসেছিলো।

Комментарии

Информация по комментариям в разработке