লেবুর উপকারিতা এবং অপকারিতা। Advantages and disadvantages of lemon

Описание к видео লেবুর উপকারিতা এবং অপকারিতা। Advantages and disadvantages of lemon

লেবুর উপকারিতা এবং অপকারিতা। Advantages and disadvantages of lemon.

Thanks for watching my video please subscribe my channel....

লেবুর অনেক গুণ। লেবুর শরবত একটি আদর্শ স্বাস্থ্যসম্মত পানীয়। মাত্র একটি মাঝারি আকৃতির লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরবিক এসিড পাওয়া যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ভিটামিন ‘সি’ দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত হলে দ্রুতগতিতে কোলাজেন কোষ উপাদান তৈরি করে ক্ষত নিরাময়েও সাহায্য করে এই ভিটামিন ‘সি’। লেবুতে পর্যাপ্ত পরিমাণ সাইট্রিক এসিড বিদ্যমান যা ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে পাথুরী রোগ প্রতিহত করতে পারে। লেবুর খোসার ভেতরের অংশে ‘রুটিন’ নামের বিশেষ ফ্ল্যাভানয়েড উপাদান আছে যা শিরা এবং রক্তজালিকার প্রাচীরকে যথেষ্ট শক্তিশালী এবং সুরক্ষা দেয়। ফলে স্বভাবতই হৃদরোগের ঝুঁকিও কমে। লেবুর অন্যান্য ব্যবহারও কম নয়। রান্নায় বা আহারে লেবুর ব্যবহার বিজ্ঞানসম্মতভাবেই স্বাস্থ্যপ্রদ। ত্বক বা রূপচর্চায় লেবুর ব্যবহার ঐতিহ্যগত ভাবেই সুপ্রচলিত। বয়সজনিত মুখের স্পট বা দাগ সারাতে লেবুর রস যথেষ্ট কার্যকরী। লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও দ্রুত সারে। বাজারের ভেজাল মিশ্রিত পানীয় না খেয়ে টাটকা লেবুর রসের সাথে সামান্য চিনি বা মধু মিশিয়ে লেমোনেড তৈরি করা হয় যা একই সাথে তৃষ্ণা মেটায়।
১. ক্যান্সার প্রতিরোধ করে
২.পাকস্থলীকে সুস্থ রাখে
৩.ফুসফুসের জন্য ভাল
৪.ক্ষত সারায়
৫.হাইপার টেনশন কমায়
৬.ত্বকের যত্নে
৭.মুখের দুর্গন্ধ দুর করে
৮.নখকে সুন্দর করে
৯.ওজন কমাতে
১০.গর্ভবতী নারীদের সুস্থতায়
লেবুর কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া সে বিষয়ে ভিডিওতে বলা হয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке