গোয়েন্দা পুলিশের “বস্তাবন্দি লাশ” উদ্ধারের সম্পূর্ণ অভিযান, দেখুন কিভাবে সত্য উদঘাটন হলো || #police #DBPOLICE #BANGLADESH POLICE
পরকীয়ার জেরে হত্যা হলো বিপুল, অপহরণের ১দিন পর বস্তা ভর্তি লাশ উদ্ধার। গ্রেফতার-৩, ভিকটিমের মোবাইল ও হত্যাকাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ :
গত ০৫/০৬/২০২০ ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন বেড়গোবিন্দপুর মুলিখালী বটতলার রাস্তার পার্শ্বে ঝোপের মধ্যে বস্তাভর্তি পুরুষ ব্যক্তির লাশ পেয়ে চৌগাছা থানা পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় পাওয়া যায়। নিহতের নাম বিপুল হোসেন (৩৫), পিতা- মোঃ জামাল হক, সাং- হিজলী, থানা- চৌগাছা, জেলা-যশোর। নিহতের ছেলে মোঃ রকি আহমেদ এর অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার মামলা নং-১০ তাং-০৫/০৬/২০২০ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয় যশোর জেলা গোয়েন্দা শাখার উপর তদন্ত ন্যাস্ত করেন।
গ্রেফতার অভিযান :
পুলিশ সুপার, যশোর জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি, জনাব মারুফ আহম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে চৌগাছা থানা পুলিশের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৬/২০২০ ইং তারিখ বেলা ১৪.০০ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যার মুল পরিকল্পনাকারী ১। মোঃ সবুজ হোসেন (১৯), পিতা-আবু শামা ২। মোছাঃ ফুলবানু বেগম (৩৮), স্বামী- আবু শামা, সাং- হিজলী, থানা- চৌগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সহযোগী ৩। মোঃ তুহিন (২৫), পিতা- গিয়াস উদ্দিন, সাং- হিজলী, থানা-চৌগাছা, জেলা-যশোরকে হিজলী বাজার থেকে বিকাল ১৬.১০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চৌগাছা পুড়াপাড়া জনৈক ইদ্রিস আলীর পাটক্ষেতের ভিতর থেকে ভিকটিমের ০১টি মোবাইল ফোন ২টি সীমসহ উদ্ধার করা হয়। এরপর হত্যার স্থান পলাতক আসামী রফিকুলের বসতবাড়ী চৌগাছা থানাধীন দক্ষিন কয়ারপাড়ায় অভিযান পরিচালণা করে ধৃত আসামী সবুজের দেখানো মতে হত্যাকাজে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয় এবং চৌগাছা বাজারের যে দোকান থেকে চটের বস্তা ক্রয় করা হয়েছিল সনাক্ত পূর্বক নমুনা চট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও হত্যার কারণ :
নিহত বিপুল ফুলবানুর সাথে ০৩ বছর যাবৎ পরকীয় প্রেম ও দৈহিক সম্পর্ক করে। তাদের অনৈতিক সম্পর্ক ছেলে সবুজ দেখে ফেলে এবং বিপুলকে সতর্ক করা সত্বেও না মানলে সবুজ ও তার ভগ্নিপতি রফিকুলের সাথে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে ঘটনার দিন সবুজরে ভগ্নিপতি দক্ষিণ কয়ারপাড়া সাকিনের লালনের ছেলে রফিকুল গরু কিনার কথা বলে বিপুলকে ডেকে নিয়ে তার বসতঘরে নিয়ে শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং গোপনাঙ্গে চেপে ধরে হত্যা করে বস্তাভর্তি করে গভীর রাতে ঘটনাস্থল বেড়গোবিন্দপুরে ফেলে দেয়।
সবুজের পিতা আবু শামা ১০/১২ বছর যাবৎ মালয়েশিয়াতে আছে।
tag:
Bangladesh Police , DB Police, District Police Jashore, DB Police Jashore, District Police #Jessore,
udder.kun sylhet.sylhet kun.s news all,লাশ উদ্ধার অভিযান,পুলিশের লাশ উদ্ধার,পতিতাদের মৃত্যুর পর তাদের লাশ কি করা হয়?,কুষ্টিয়ার সেপটিক ট্যাংকি থেকে স্কুল ছাত্র শিশু দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার,সত্য ঘটনা বাংলা,জেলা,মাশরা,মামলা,যশোর জেলার দর্শনীয় স্থান,প্রকাশ,লাশ উদ্ধার অভিযান,বস্তা বন্দি লাশ,বস্তাবন্দি লাশ উদ্ধার,কুষ্টিয়ার সেপটিক ট্যাংকি থেকে স্কুল ছাত্র শিশু দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার,district police jashore,police,bd police,bangladesh police,jashore jela police,যশোর জেলা পুলিশ,বাংলাদেশ পুলিশ,bd police news,করোনা ভাইরাসের গান,jessore airport,পদ্মা সেতু,bd news,all bangla news,bd police jashore,jessore police,viral video,যশোরে করোনার খবর,যশোর জেলার দর্শনীয় স্থান,district police jessore,db police , যশোরে করোনা পরিস্থিতি,যশোরে করোনার খবর, করোনার সর্বশেষ অবস্থা, মদ, গাজা, ফেন্সিডিল, হিরোইন,চোরাচালান, উদ্ধার অভিযান
@times of narail, @justicemultimedia
• Видео
this content use for educational purpose.this contain increase general peoples awareness.
Информация по комментариям в разработке