এই ভিডিও তে আমি আপনাদের বলব কিভাবে গোলাপ গ্রামে যেতে হয় এবং আমার ভ্রমণ আনুভূতি।
সবুজে ঘেরা গ্রাম বাংলার প্রাকৃতিক রুপ দেখতে আজকে আমার যাত্রা সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে।এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে বাণিজ্যিক ভাবে গোলাপের চাষ করা হয়।তাই এই গ্রাম এখন " গোলাপ গ্রাম" নামেই সুপরিচিত।
ঢাকা থেকে ২৫ কিঃ মিঃ এর পথ গোলাপ গ্রামের। গাড়ী/CNG দিয়ে যাওয়া যায়। এ ছাড়া মিরপুর-১ দিয়াবাড়ী বটতলা ঘাট থেকে আধা ঘন্টা পর পর সাদুল্লাপুরের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। জন প্রতি ভাড়া নিবে ২৫-৩০ টাকা।আপনি যদি গোলাপ গ্রাম ভ্রমণে বাড়তি আনন্দ যোগ করতে চান,তবে তুরাগ নদীর উপর দিয়ে ট্রলার এ ভ্রমণকে বেছে নিতে পারেন।
আমরা গিয়েছিলাম ২৭.১২.১৯ তারিখে কুয়াশাচ্ছন্ন ভোরে গাড়ী নিয়ে জাহাঙ্গীর নাগর বিশ্ববিদ্যালয় হয়ে গোলাপ গ্রামে।
ভ্রমণ /গোলাপ গ্রাম নিয়ে আমার ভাবনা.......................................
গ্রাম মানে নির্মল সবুজ, যা চোখকে ও মনকে প্রশান্তি দেয়। আমার মনে হয়,গাছ শুধু প্রাকৃতি থেকে কার্বন-ড্রাই আক্সাইড শোষণ করে না,আমরা যারা প্রাকৃতির কাছে যাই তাদের মনের ও কার্বন-ড্রাই আক্সাইড শোষণ করে নেয়।যে কারনেই ভ্রমণ পরবর্তী কালীন সময়ে আমি বেশ ফ্রেশ আনুভব করি,যা কিনা আমাকে নতুনভাবে শহরের যান্ত্রিক জীবনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে।
আমার সহযাত্রী হয়ে যারা এই আনুভুতির সাথে একাত্ব হতে পারেনি,তাদেরও আমি এই চ্যানেলের মাধ্যমে ঘুরিয়ে আনতে চাই।সেই লক্ষেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এই চ্যানেলের মাধ্যমে আমার পরবর্তী ভ্রমণের সহযাত্রী হতে চাইলে ও ভিডিও টি ভালো লাগলে লাইক,শেয়ার ও subscribe করতে ভুলবেন না।
ধন্যবাদ সকলকে ,সকলের জন্য শুভকামনা রইল।
SHARE & SUBSCRIBE: • Golap Gram | Rose Farming || Sadullahpur ...
..........................................................................................
#GolapGram#Travel#ROKOMARIBANGLADESH
...........................................................................................
Related tages: golap gram, birulia, golap gram sadullapur, rose village, গোলাপ গ্রাম, সাদুল্লাপুর, গোলাপ বাগান, rose, বাংলাদেশ, sadullahpur, bangladesh, trip to sadullapur, rose garden, gulap gram sadullapur, gulap gram, sadullapur golap gram, red rose farming, বিরুলিয়া, all about golap gram, how to go to golap gram,সাহদুল্লাপূর,দিয়াবাড়ি বটতলা, rose gram, village of rose, a trip to golap gram, red rose village,shahdullahpur, visiting golap gram, traveling to sadullahpur, golapgramdhaka, diyabari, golap gram image,golap love,golap ful,birulia rose garden,savar tourist spot,tourist place in dhaka,sadullapur flower garden,গোলাপ গ্রামের ঠিকানা,গোলাপ গ্রামে গোলাপের দাম,গোলাপ ফুলের বাগান,সাদুল্লাহপুর গোলাপ বাগান ঢাকা,গোলাপ ফুলের ছবি,তাজা গোলাপ ফুল,লাল গোলাপ ফুল,
Информация по комментариям в разработке