ত্বকের উপকারিতায় লবঙ্গের ব্যবহারে I লবঙ্গের নানাবিধ উপকারিতা I Natural Cure With lobongo
WAit :: • ত্বকের উপকারিতায় লবঙ্গের ব্যবহারে I লবঙ্গ...
লবঙ্গ, এতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন—ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। এটি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কার্যকর। এ ছাড়া এটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টসেরও কাজ করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। একনজরে দেখে নিন লবঙ্গ ত্বকের কী কী উপকার করে-
ব্রণ দূর করে: // / @7starz758
লবঙ্গ ব্রণ দূর করতে বেশ কার্যকর। তবে ব্রণের ওপর সরাসরি লবঙ্গ ব্যবহার না করাই ভালো। লবঙ্গ গুঁড়া করে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপর লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ব্রণ সহজেই দূর হয়ে যাবে।
ত্বকের দাগ দূর করে: // / @7starz758
নিয়মিত লবঙ্গের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করুন। এতে আপনার ত্বকের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক নরম ও মসৃণ হবে। তবে ঘুমানোর আগে এই তেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাবেন।
বলিরেখা দূর করে:
লবঙ্গের তেলের সঙ্গে যে কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন। এর ফলে ঝুলে যাওয়া ত্বক টানটান হবে এবং ত্বকের বলিরেখা সহজেই দূর হবে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখে: // / @7starz758
ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
মেকআপের বেইজের জন্য উপকারী: // / @7starz758
আপনি যদি মেকআপের পর মসৃণ ত্বক চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিন। এটি আপনার ত্বককে তেলতেলে করবে না আবার মসৃণও রাখবে।
ত্বকের উপকারিতায় লবঙ্গের ব্যবহারে, লবঙ্গের ব্যবহারে ব্রণ দূর, লবঙ্গের ব্যবহারেত্বকের দাগ দূর করে, লবঙ্গের ব্যবহারে বলিরেখা দূর করে, ቅርንፉድ መጠቀም ቆዳ ጥቅም,فوائد الجلد من استخدام القرنفل, Մաշկի օգուտները օգտագործման մեխակ, skin benefits of the use of cloves, लौंग के उपयोग की त्वचा लाभ, Ntawm daim tawv nqaij pab cuam ntawm txoj kev siv cov cloves, A bőr felhasználásának előnyei szegfűszeg, ഗ്രാമ്പൂ ഉപയോഗം ത്വക്ക് ആനുകൂല്യങ്ങൾ,ত্বকের আর্দ্রতা ধরে রাখে লবঙ্গের ব্যবহারে, মেকআপের বেইজের জন্য লবঙ্গের ব্যবহারে,দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে লবঙ্গ, Lobonger Nana Upokarita, লবঙ্গ এর উপকারিতা, লবঙ্গ, Cloves, BD HEALTH TIPS, HEALTH TIPS, লবঙ্গের অপকারিতা, লবঙ্গের গুনাগুন, লবঙ্গের ১০টি উপকারিতা, লবঙ্গ কী কী কাজে লাগে?, জেনে নিন লবঙ্গের নানা উপকারিতা, লবঙ্গের যত উপকারিতা, পুষ্টিগুণে ভরা লবঙ্গ, লবঙ্গ শুধু মসলাই নয়, আছে বহুমাত্রিক গুণ, লবঙ্গের বিস্ময়কর স্বাস্থ্য গুণ, লবঙ্গের অনেক উপকারিতা, নানা গুণে ভরা লবঙ্গ, লবঙ্গের বিশেষ কিছু গুনাগুন এবং উপকারিতা, লবঙ্গ তেল, লবঙ্গ গাছ, লবঙ্গর অনেক উপকারিতা,
Информация по комментариям в разработке