Biography of ataul gani osmani
‘গণতন্ত্রের অতন্দ্র প্রহরী’ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ‘বঙ্গবীর’ মহম্মদ আতাউল গণি ওসমানীর জীবনী।
জেনারেল এম এ জি ওসমানী এর জীবনী | Biography Of M A G Osmani In Bangla.
Lifestyle of Bongobir Muhammad Ataul Gani Osmani | Osmani | General Osmani
Tags & keywords:
general ataul goni osmani,general ataul goni usmani,general ataul goni osmani life,general ataul goni osmani biography,General MAG Osmani On 16 December, 1971,general m a g osmani,general osmani,ataul goni osmani,bangladesh,bangla waz,জেনারেল ওসমানীর উপর একটি ডুকুমেন্টারি, Genaral Osmani Part 03,general osmani documentary,osmani documentary,1971 liberation war,death of osmani,general osmani photos,osmani old photos,bengali gentleman
জন্ম:
১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর,সুনামগঞ্জে।
তাঁর পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার (অধুনা ওসমানী নগর উপজেলা) দয়ামীরে।
Birth:
September 1, 1918, in Sunamganj.His ancestral home is at Dayamir in Balaganj police station (now Osmani Nagar upazila) of Sylhet district.
শিক্ষাজীবন:
১৯২৩ সালে 'কটনস্ স্কুল অব আসাম'-এ ভর্তি হন তিনি ৷ লেখাপড়ায় তিনি খুবই মনোযোগী ছিলেন।
১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন অসাধারণ কৃতিত্বের সাথে৷
সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান লাভ করেন৷
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৩৮ সালে।
(Education:
In 1923, he was admitted to the Cottons School of Assam He was very attentive in his studies.
He passed matriculation from Sylhet Government High School in 1934 with great achievement
He was ranked first in the whole of British India
He graduated from Aligarh Muslim University in 1936.}
সেনাবাহিনী জীবন:
বিশ্ববিদ্যালয় শেষ করে ওসমানী তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন৷
তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে।
১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর।
দেশবিভাগের পর ওসমানী পাকিস্তান সেনাবাহিনী-তে যোগ দেন।
(Army Life:
১৯৬৬ সালের মে মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসরকালীন ছুটি নেন এবং পরের বছর অবসর গ্রহণ করেন।(He retired from the Pakistan Army in May 1968 and retired the following year.)
রাজনৈতিক জীবন:
১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে '৭০-এর নির্বাচনে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
Political life:
He joined the Awami League in 1970. As an Awami League candidate, he was elected a member of the Pakistan National Assembly from Fenchuganj-Balaganj-Bishwanath constituency in the 1970 elections.
মুক্তিযুদ্ধ:
১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
(Liberation War:
The Mujibnagar government was formed on 17 April 1971 and Osmani was made the Commander-in-Chief of the Mukti Bahini.)
তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
(He was the supreme commander of the great liberation war.)
বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয়সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা - প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন ওসমানী। ১২ এপ্রিল থেকে এম. এ. জি. ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন৷(Osmani successfully coordinated various sectors and forces, liaised with the political leadership, ensured the supply of weapons, and provided training to the guerrilla forces. From April 12 to M. A. G. Osmani assumed the responsibility of conducting the war as the Commander-in-Chief of the Bangladesh Army with the rank of Minister.)
মুক্তিযুদ্ধের পদক্ষেপসমূহ:
তাঁর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রাক্তন ইপিআর এর বাঙালি সদস্য, আনসার, মোজাহেদ, পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে তিনি একটি গণবাহিনী বা গেরিলাবাহিনী গঠন করেন।
কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে তিনি একটি নৌ-কমান্ডো বাহিনী গঠন করেন।(Steps of Liberation War:
According to his instructions, the whole of Bangladesh was divided into 11 sectors.
He formed a mass force or guerrilla force with the Bengali members of the former EPR, the Ansar, the Mujahideen, the police force and the youth.
He formed a naval commando force with a number of guerrilla youths.)
মুক্তিযুদ্ধের শেষের দিকে দুটি হেলিকপ্টার, ও একটি অটার আর তার নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমানবাহিনী গঠন করেছিলেন তিনি৷(Towards the end of the Liberation War, he formed a small air force with two helicopters, an Attar and a Dakota for its own operations.)
যুদ্ধ-পরবর্তী জীবন:
১৯৭১ সালের ২৬শে ডিসেম্বর তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়।
১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হলে তিনি সংসদ সদস্যপদ এবং আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করেন।(Post-war life:
On 26 December 1971, he was conferred the rank of General of the Bangladesh Army.
He resigned from the Parliament and the Awami League in 1975 when the Fourth Amendment to the Constitution introduced the one)
Информация по комментариям в разработке