মহীনের ঘোড়াগুলি - সেই ফুলের দল

Описание к видео মহীনের ঘোড়াগুলি - সেই ফুলের দল

রাবেয়া কি রুখসানা, ঠিক তো মনে পড়ে না / অস্থির এ ভাবনা, শুধু করে আনাগোনা।
ফেলে আসা দিন তার মিছে মনে হয় / নামে কিবা আসে যায় ...
সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম।
আব্বা না আপা নাকি, কারো মনে পড়ে তাকি / তোমরা তা জানো নাকি, সময় দিয়েছে ফাঁকি।
অভিমানী সে মেয়েটি গেছে হারিয়ে ... / বুকে ভরসা নিয়ে ...
সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম।
জানি সে কোথায়, এই শহরের কোনো বাগানে সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায়, পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল।
সেই মেয়েটির মতো, আরেকটি মেয়ে সে তো, সন্ধ্যা-প্রদীপ দিত / যত্নে গান শোনাত।
হালকা পায়ে বেড়াত বেণী দুলিয়ে / কে যে নিলো ভুলিয়ে ...
খেলার সাথীরা তার খুঁজতে আসে না আর রোজ।
লক্ষ্মী নামের মেয়ে, আজ ও তার পথ চেয়ে / ফেলে আসা তার গাঁয়ে মা কাঁদে মুখ লুকিয়ে
সন্ধ্যেবেলায় শাঁখ বাজে না তো আর ... / এতে আছে কি বলার।
আজ ও কেউ জানে না তো কোথায় সে হয়েছে নিখোঁজ ....
জানি সে কোথায়, এই শহরের কোনো বাগানে সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায়, পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল।
লক্ষ্মী-রুখসানারা, আরও যত ঘরছাড়া / ত্রস্ত ও দিশেহারা, তখন-ই জাদুকরেরা
নিমেষে বানিয়ে দেয় বাগানের ফুল / ঠিক নির্ভুল।
এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায় ...
নতুন বাগানে এসে, নিজেকে না ভালবেসে / ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে
পদ্ম, গোলাপ, জুঁই, চম্পা চামেলী / ওলো, টগর, শেফালী।
পোড়ার মুখীরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায় .....

কন্ঠ: ঋতুপর্ণা দাস / চন্দ্রিমা মিত্র
কথা ও সুর: গৌতম চট্টোপাধ্যায়
প্রথম প্রকাশ: ১৯৯৬
অ্যালবাম: ঝরা সময়ের গান

Комментарии

Информация по комментариям в разработке