বারমাসি আমের নতুন জাত ''গোল্ডেন ভ্যালী''

Описание к видео বারমাসি আমের নতুন জাত ''গোল্ডেন ভ্যালী''

বারমাসি আমের নতুন জাত গোল্ডেন ভ্যালী। চাঁদপুরের আলোচিত ফ্রুটস ভ্যালী এগ্রোর নিজস্ব এই জাতটি ভবিষ্যতে দেশের অন্যতম বানিজ্যিক উচ্চ ফলনশীল আম হতে যাচ্ছে। অত্যন্ত মিষ্টি, সুগন্ধীযুক্ত, আশহীন, ছোট আটির এই আম কাচা অবস্থায়ও মিষ্টি। পাকলে সোনালী রংয়ের চেপ্টা হার্ট বা হৃদয় আকৃতির গোল্ডেন ভ্যালী আমটি আসলেই অসাধারণ। ফ্রুটস ভ্যালী এগ্রোর দুটি মাতৃগাছ থেকে গোল্ডেন ভ্যালী আমের চারা তৈরি করার চেষ্টা চলছে যাতে দ্রুত সারা দেশে সম্ভাবনাময় জাতটি ছড়িয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্য, ফ্রুটস ভ্যালী এগ্রোতে পরীক্ষামূলকভাবে ৪৭ প্রজাতির আম চাষ করা হয়েছে। অধিকাংশ জাত এদেশে একেবারেই নতুন, বিশ্বখ্যাত এবং দূর্লভ।

Комментарии

Информация по комментариям в разработке