ডিম পাড়া কোয়েল পাখির লেয়ার খাবার:
ডিম পাড়া কোয়েল পাখির জন্য আলাদা খাবার পাওয়া যায় যার নাম ( কোয়েল লেয়ার লেয়ার ফিড / quail layer layer feed )। তবে আপনারা মুরগির লেয়ার লেয়ার ফিডও খাওয়াতে পারেন তেমন সমস্যা হবে না।
কোয়েল পাখির পিঠের লোম / পসম পড়ে যায় কেনো:
কোয়েল পাখি দীর্ঘদিন ডিম পাড়তে থাকলে যখন পাখির শরীরে জিঙ্ক এর অভাব দেখা দেয় তখনি কোয়েল পাখির পিঠের পসম উঠে যায় বা পিঠ ছুলে যায়।🐦
কোয়েল পাখির পিঠ ছুলার সমাধান:
কোয়েল পাখির পিঠের লোম বা পশম পড়ে গেলে "জিঙ্ক" ৩ মিলি প্রতি ১ লিটার এ মিশিয়ে ৭/১০ দিন খাওয়ান এতে খুব দ্রুত কোয়েল পাখির পিঠের লোম বা পশম উঠে যাবে। কোয়েল পাখির পিঠের লোম পরিপূর্ণ ভাবে উঠতে "১৮-২৫" দিন সময় লাগবে।
কোয়েল পাখির ডিম ও ওজন বৃদ্ধি করুন:
অনেক দিন কোয়েল পাখি ডিম পাড়ার কারনে মাঝে মধ্যে পাখির ওজন কমে যায়। যার কারনে পরবর্তিতে ডিমের উতপাদন কমপ যায় এবং কোয়েল খামারিরা লোকসানে পড়ে যায়। তাই কোয়েল পাখির ডিম ও ওজন সঠিক রাখতে পরিপুর্ন খাবার দিন। আর কোয়েল পাখির যদি ওজন কমে গিয়ে থাকে তাহলে ব্রয়লার #গ্রোয়ার #ফিড
সপ্তাহে ১ বার দিন এতে আপনার কোয়েল পাখির ওজন ঠিক থাকবে এবং বেশি ডিম দিবে।, 🐦🥚
#কোয়েল পাথির সাদা/খোসা পতলা
ডিমের কারণ ও সমাধান:-
কোয়েল পাখির সাদা বা খোসা পাতলা ডিম মাঝে মধ্যেই দেখা যায়। এটির অন্যতম একটি কারণ হচ্ছে ক্যাসিয়াম / #calcium এর অভাব. তবে পাখির ঠান্ডা লাগলেও এরকম সাদা বা খোসা পাতলা ডিম পেড়ে থাকে। তাই কোয়েল পাখির ঠান্ডা লেগেছে কিনা তা ভালো করে খেয়াল করুন, যদি পাখির ঠান্ডা লেগে থাকে তাহলে ডক্সিসাইক্লিন বা ডক্সি এ ভেট / #doxycycline বা Doxy a vet ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়ান। আর যদি এতে কাজ না করে বা ঠান্ডা না খাকে তাহলে calcium / ক্যালসিয়াম ১ গ্রাম বা ১ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে দিন ( শতর্কতা: যদি আবহাওয়া বেশি গরম থাকে তাহলে ক্যালসিয়াম রাতে ব্যাবহার করুন আথবা ১ মিলি ২ লিটার পানিতে দিন )। আপনারা এই নিয়মে কোয়েল পাখিকে চিকিৎসা দিলে ইনশাআল্লাহ খুব দ্রুত সমাধান পাবেন।, 🦃🐦
#নিজেই মাংসের মুরগি পালন করার সুবিধা:
মাংসের মুরগির জন্য সবচাইতে মুরগি হচ্ছে বলের মুরগি, যা আমরা স্থানীয় ভাষায় পোল্ট্রি মুরগি বলে থাকি, এটি খুবই দ্রুত বর্ধনশীল, এবং বয়লার মুরগির উৎপাদন খরচ খুবই কম হওয়ায় এটি পালনের সুবিধা লাভবান হওয়া যায়। নিজের বাসায় বা বেলকনিতে বা ঘরের কোনে খাঁচায় পাঁচটি বা ১০ টি বয়লার মুরগি পুষলে আপনার পারিবারিক মাংসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি সুন্দর সুস্বাদু মাংস উপভোগ করতে পারবেন। এবং যেহেতু এটি নিজের পোষ্য তাই এটিতে কোন প্রকার অ্যান্টিবায়োটিক বা প্রবায়োটিক (নিজে না দিলে)
কোন প্রকার সন্ধেও থাকবে না। এবং বলের মুরগির যে একটি প্রকৃত স্বাদ আছে সেটি পাবেন। নিজে মুরগি পালন করলে তা বাজারে কেনা মুরগির থেকে শতগুণে ভালো হওয়ার পাশাপাশি অনেক সহজলভ্য হবে। এছাড়াও অতিথি আপ্যায়নে সুবিধা হবে।
গরমে খামারে প্রস্তুতি : গরমে মুরগিকে পরিস্কার ফ্রেস পানি দিন। ভিটামিন সি/ ( vitamin c ) জাতিয় স্যালাইন দিন বা গ্লুকোজ দিন। চাইলে লেবু - চিনি দিয়ে পানি দিতে পারেন। ব্রয়লার বা দেশি মুরগি খাবার না খেলে রুচির ঔষধ দিতে পারেন। লিটার / তুষ / কাঠের গুড়া / ভুষি ভেজা থাকলে তা পরিষ্কার করে দিন। #মুরগি কে #পরিষ্কার ঠান্ডা পানি দিন 🌊🦃। মুরগিকে ঠান্ডা পরিবেশ দিন। মুরগির ঠান্ডা লেগেছে কিনা খেয়াল রাখুন। মুরগি ঠিক করে খাচ্ছে কিনা খেয়াল রাখুন। গরমে মুরগির হজমের সমস্যা হতে পারে তাই এনজাইম ওষুধ খায়িয়ে রাখবেন। মুরগি গরম পেলে খাবেনা এবং মুরগির ওজন কমে যাবে।
মুরগির বাচ্চা পালন, মুরগি পালন, মুরগির বাচ্চার ব্রুডিং, গরমে মুরগির বাচ্চার ব্রডিং, গরমে মুরগির ঔষধ, কোয়েল পাখির ঠান্ডা লাগলে করনীয়, মুরগির ঠান্ডা লাগলে করনীয়, কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং, কোন ফিড খাওয়ালে বেশি ডিম পাড়ে, কোয়েল পাখির বাচ্চার দাম, কোয়েল পাখির ঔষধ, কোয়েল পাখির চিকিৎসা, কোয়েল পাখির খামার, কোয়েল পাখি কি কি খাবার খায়, কোয়েল পাখিকে বাসার খাবার দেওয়া যাবে, কোয়েল পাখিকে ভাত খাওয়ানো, লেয়ার লেয়ার ফিড, কোয়েল পাখির খামার , কোয়েলের বাচ্চা ব্রুডিং, কোয়েল পাখির ব্রুডিং, ব্রুডিং করার নিয়ম, কোয়েল পাখির খামার, murgi palon, murgir baccha, broiler, boiler, poultry, farming, dim para murgir khabar, layer layer 1 feed, deshi murgi, gorom a murgir khamare koronio, মুরগির খামার, মুরগির বয়স অনুযায়ী খাদ্য তালিকা, মুরগিকে কোন বয়সে কোন ফিট দিবেন, ব্রয়লার মুরগির খাবার তালিকা, বলার মুরগির লিটার ব্যবস্থাপনা, বলার মুরগির লাইটিং, বয়লার বাচ্চা বোর্ডিং, গরমে বয়লার বাচ্চা বোর্ডিং, ব্রয়লার মুরগি ১ কেজি হতো কতোদিন সময় লাগে, ব্রয়লার মুরগী ১ কেজি ওজন হতে কতটুক খাবার খায়, ব্রয়লার মুরগি ২ কেজি হতে কতোদিন সময় লাগে, ২০ দিনের ব্রয়লার বাচ্চার ওজন কতো হয়, গরমে মুরগির যত্ন, গরমে ব্রয়লার মুরগির যত্ন, মুরগি স্ট্রোক করে কেন, মুরগী স্ট্রোক কমানোর ঔষধ, মুরগির শরীর ঠান্ডা রাখার ঔষধ,
আমার কাছে ০-১ দিনের বাচ্চা থেকে ব্রুডিং কমপ্লিট বাচ্চা পাবেন 🐣 এছাড়াও ১০/২০/২৫/৩০ দিনের বাচ্চা পাওয়া যাবে 💞🐣💞
#সোনালী সুপার হাইব্রিড মুরগির A+ মানের বাচ্চা ও ডিম সংগ্রহ করতে call করুন🦃
#চিনা-হাসের বাচ্চা নিতে চাইলে বা বুকিং করতে কল করুন নিচের নাম্বারে🐣🦆
Pure #দেশি মুরগির বীজ ডিম ও বাচ্চা নিতে কল করুন 🐣🦃
Location : Paragram, Alfadanga, Faridpur🏁
CN: 01326395660
Only Wp: 01838295265
Proprietor: S.M. Habibur Rahman ( RumaN ) 💞
Cash on Delivery ও পাওয়া যাবে। তবে location ও দুরত্ব বুঝে আলোচনা সাপেক্ষে চার্য নির্ধারন করা হবে! 🐣
Информация по комментариям в разработке