সহস্রধারা -২ ঝর্ণা | কম খরচে একদিনের সীতাকুণ্ড ভ্রমণ গাইডলাইন।।।সীতাকুন্ড,চট্টগ্রাম।।।
Assalamu Alaikum. I am Md Asad Khan.This channel is all about my travel and adventure journey. I make Bengali video vlog about What I do, things that make me happy, Friend's Activities, People Around Me, Family, Some Review, Places I Travel & So Many Things... I share both my happiness & sadness over video.
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সমৃদ্ধ সীতাকুণ্ড ইকোপার্কে সহস্রধারা ঝর্ণাটি অবস্থিত। ইকোপার্কটি চট্টগ্রাম শহর থেকে ৩৫ কি.মি. উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত। বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই ঝর্ণায় পানি কম থাকে। ইকোপার্কের মূল গেট থেকে ইটবিছানো পথ ধরে পাঁচ কিলোমিটার গেলে ঝর্ণাটির দেখা মেলে। ঝর্ণাটির খুব কাছে সুপ্তধারা ঝর্ণা নামে আরেকটি ঝর্ণা আছে।
সহস্রধারা-২ ঝর্ণায় কীভাবে যাবেন:
সহস্রধারা ঝর্ণা যেতে হলে প্রথমে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রীনলাইন, সোহাগ ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রামে। যেকোনো একটায় উঠে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। ভাড়া: নন-এসি ৪৬০ টাকা এসি ৮০০/১১০০ টাকা। তবে বাসের সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন।
এছাড়াও বাস বা ট্রেনে ফেনী এসে সেখান থেকে চট্টগ্রামগামী যেকোনো লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড বাজারে ভাড়া ৫০ থেকে ৮০ টাকা। চট্টগ্রাম থেকেও আসতে পারবেন সীতাকুণ্ডে। চট্টগ্রামের অলংকার মোড়, এ কে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন সীতাকুণ্ড। ভাড়া পড়বে ৪০ থেকে ৮০ টাকা। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা বা প্রাইভেটকার রিজার্ভ করে আসতে পারেন সিএনজি ভাড়া ২৫০/৩০০ টাকা।
চট্টগ্রামে নানান ধরনের হোটেল আছে। থাকার জন্য নিচে কয়েকটি হোটেলে নাম দেয়া হলঃ
হোটেল প্যারামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম, ☎ ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪
হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম, ☎ ০১৭১১-৮৮৯৫৫৫
হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম, ☎ ০৩১-০৬১৪০০৪
হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও,আর নিজাম রোড, চট্টগ্রাম, ☎ ০১৭৫৫ ৫৬৪৩৮২
হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম, ☎ ০১৮২-০১৪১৯৯৫, ০১৭৩১-৮৮৬৯৯৭
সীতাকুণ্ডে দর্শনীয় স্থান :
সবগুলো মোটামুটি কাছাকাছি হওয়াতে একদিন বেশ কয়েকটা ঘুরে দেখা যায়। তবে একরাত আর দুই দিন সময় হাতে নিয়ে গেলে সবগুলো দেখে আসা সম্ভব। সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড়, নাপিত্তাছড়া ট্রাইল, নাপিত্তাছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা,বাঁশবাড়িয়া বীচ, গুলিয়াখালী বীচ, কুমিরা সন্দ্বীপ ফেরী ঘাট।
#youtube ,#sitakunda, #waterfalls
So Don't forget to subscribe to my channel for interesting content.
Информация по комментариям в разработке