সহস্রধারা ২ || SohosroDhara 2 || ছোট দারোগার হাট ঝর্ণা

Описание к видео সহস্রধারা ২ || SohosroDhara 2 || ছোট দারোগার হাট ঝর্ণা

ছোট দারোগার হাট ঝর্ণাটি সহস্র ধারা ঝরনা-২ নামেও পরিচিত। এই ঝর্ণার পানি একটি সেচ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সহস্র ধারা-১ ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে অবস্থিত।

এই ঝর্ণায় পৌঁছানোর পথে আশেপাশে প্রচুর গাছ থাকায় ছায়ার মধ্যে দিয়ে আপনি সহজেই পায়ে হেঁটে এখানে আসতে পারবেন। সহস্র ধারা সেচ প্রকল্পের বাঁধের কাছে পায়ে হেঁটে পৌছাতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে আপনার। ঝর্ণার পানি আটকে রাখতে এই বাঁধটি ব্যবহার করা হয়েছে।

সেচ প্রকল্পের বাঁধের খুব কাছেই এই ঝর্ণাটি অবস্থিত। তবে, ঝর্ণার উপরে পৌছানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে এই  ঝর্ণার কাছে যাওয়ার পথে আপনার অন্য একটি ঝর্ণার দেখা মিলতে পারে। স্থানীয়দের মতে ঐ ঝর্ণার কাছে পৌঁছানো মোটেও সহজ হবে না।

ছোট দারোগার হাট ঝর্ণাটি মূলত একটি চিকন এবং লম্বা ঝর্ণা। এই ঝর্ণায় কোন মৌসুমেই পানি প্রবাহ খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বর্ষাকালে এই ঝর্ণার পানির প্রবাহ কিছুটা বেড়ে যায়। তবে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই ঝর্ণায় পানির প্রবাহ আবারো কমে যায়।


How to go

সহস্র ধারা ঝর্ণা-২ তে পৌছাতে আপনাকে খুব একটা বেগ পেতে হবে না। একঘণ্টার কম সময় হেঁটেই এই ঝর্ণার পাদদেশে পৌছাতে পারবেন। এছাড়া এই ঝর্ণায় পৌছাতে আপনাকে কোন রকম পাহাড়ে চড়তে হবে না।
প্রথমেই আপনাকে সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাটে আসতে হবে। আপনি সিএনজি অটোরিকশা অথবা বাসে করে ছোট দারোগার হাটে আসতে পারবেন।
এখান থেকে সিএনজি অটোরিকশায় করে অথবা পায়ে হেঁটে ঝর্ণার কাছে আসতে পারবেন।
তারপর আপনাকে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হবে। একটি মাত্র সরল পথ থাকায় ঝর্ণায় পৌছাতে কোন সমস্যা হবার কথা নয়। তারপরও কোন সন্দেহ থেকে থাকলে স্থানীয় কাউকে জিজ্ঞেস করতে পারবেন।

Комментарии

Информация по комментариям в разработке