চর্যাপদের ভাষা | বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন | BCS Bangla Literature
📢 ৪১তম BCS লিখিত সাবজেক্ট টেস্ট + ফাইনাল মডেল টেস্ট
বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করুনঃ👉 https://cutt.ly/41st-written-fmt
📢 ৪৩তম BCS প্রিলি ফাইনাল মডেল টেস্ট
বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করুনঃ👉 https://cutt.ly/43th_final_mt
✍️ চর্যাপদঃ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন
বাংলা সাতিহ্যের কথা আসলে আমাদের মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র কিংবা হুমায়ূন আহমেদ প্রমুখ প্রথিতযশা সাহিত্যিকের নাম। তারা আমাদের কাছে বাংলা সাহিত্যকে নিয়ে গিয়েছেন অন্য রকম উচ্চতায়। কিন্ত তাদের উত্তরসূরী কারা ছিল বা তাদের বর্তমান সাহিত্যচর্যার বর্তমান ধারা কোথা থেকে এসেছে ? একটা ধারা তো এক দিনেই আসে না যুগ যুগ বা শতাব্দির পর শতাব্দি লেগে যায়।
বাংলা সাহিত্যের আদিরূপ হল চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন হলো এই চর্যাপদ। বাংলা ভাষার উৎস ধরা হয় যে ভাষাকে, অর্থাৎ ‘নব্য ভারতীয় আর্যভাষা’, তারও প্রাচীনতর নিদর্শন চর্যাপদ। প্রায় এক হাজার বছর পূর্বে যার যাত্রা শুরু হয়েছিল।
চর্যাপদ কি , কবে রচনা হয়েছিল?
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম, এবং বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন। এখন পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীনযুগের এই একটাই নিদর্শন পাওয়া গেছ। তবে তার মানে এই নয়, সে যুগে বাংলায় আর কিছু লেখা হয়নি বা তার আগে লেখা হয় নি। হতে পারে লেখা হয়েছিল, কিন্তু সংরক্ষিত হয়নি।
✍️ চর্যাপদের ভাষাঃ
চর্যাপদের ভাষা বাংলা কি-না সে বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে যার অবসান হয়েছে। এটি সৃজ্যমান বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সংস্কৃতে পারদর্শী হলেও তাঁরা তৎকালীন অপরিণত বাংলাতেই পদগুলি রচনা করেছিলেন। চর্যাপদের ভাষা বাংলা ভাষার অদ্যাবধি আবিষ্কৃত আদিতম রূপ। অসমীয়া, ওড়িয়া বা মৈথিলি বিদ্বজ্জনেরা এই ভাষায় নিজেদের পূর্বসূরিত্বের সন্ধান করলেও ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধানের ফল বাংলা ভাষারই অনুকূল। এই ভাষা সম্প্রদায়বিশেষের সাধন-সঙ্গীতের ভাষা বিধায় অস্পষ্ট ও দুর্বোধ্য; যদিও এতে উল্লিখিত ছন্দ ও রাগ-রাগিনী পরবর্তীকালের বাঙালি কবিদের পথনির্দেশিকারূপে কাজ করে। তবে প্রাচীন কবিদের মতে এটিতে সন্ধ্যা বা আলোআঁধারি ভাষা ব্যবহার করা হয় সেইসাথে গদ্য ছন্দ ব্যবহৃত হয় ।
#bcsbangla #bcs_preparation #bangla_literature #বাংলা_সাহিত্য
[bcs bangla literature,chorzapod,চর্যাপদ,চর্যাপদের ভাষা,চর্যাপদ কবিতা,চর্যাপদ কবে আবিষ্কৃত হয়,চর্যাপদ প্রশ্ন উত্তর,choryapod,charjapod,charyapod,chorjapod language,প্রাচীন নিদর্শন,bangla sahitya,history of bengali literature,bangla sahityer itihas,bangla sahityer prachintomo grontho,বাংলা সাহিত্য,bcs uttoron,bcs bangla,চর্যাপদ কি,charyapder language,charyapad question answer,সন্ধ্যা ভাষা,আলো-আধারি ভাষা,prachin bangla,bcs preparation,bangla literature]
*Follow us on*
Website :
►►►https://uttoron.academy/
** Facebook Page: ► / uttoronacademy
Информация по комментариям в разработке